বাড়িতে ছেলেকে পড়ানোর সময় ‘দিদি নম্বর ১’-এর প্রশ্ন তৈরি করেন রচনা! প্রকাশ্যে নতুন তথ্য

Didi No 1: এখন তিনি আর শুধু অভিনেত্রী বা সঞ্চালিকা নন। তিনি এখন তৃণমূল সাংসদও বটে। চলতি বছরের শুরুর সময় থেকেই তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই । নিজের মন্তব্যের জন্য অনেক বার বিতর্কেও জড়িয়েছেন তিনি। এবার প্রকাশ্যে নায়িকা তথা সাংসদের আরও এক নতুন তথ্য।

বাড়িতে ছেলেকে পড়ানোর সময় 'দিদি নম্বর ১'-এর প্রশ্ন তৈরি করেন রচনা! প্রকাশ্যে নতুন তথ্য
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2024 | 5:54 PM

এখন তিনি আর শুধু অভিনেত্রী বা সঞ্চালিকা নন। তিনি এখন তৃণমূল সাংসদও বটে। চলতি বছরের শুরুর সময় থেকেই তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই । নিজের মন্তব্যের জন্য অনেক বার বিতর্কেও জড়িয়েছেন তিনি। এবার প্রকাশ্যে নায়িকা তথা সাংসদের আরও এক নতুন তথ্য। নেটপাড়ায় ভাইরাল হয়েছে একটি রিল ভিডিয়ো।

যেখানে দেখা যাচ্ছে ‘দিদি নম্বর ১’-এর সেটে দাঁড়িয়ে রয়েছেন রচনা। পাশে দাঁড়িয়ে রয়েছেন শো-এর পরিচালক অভিজিত্‍ সেন। সেখানে রচনাকে বলা হয় ‘দিদি নম্বর ১’-এর খেলায় যেন সহজ প্রশ্ন করেন তিনি। তখন অভিনেত্রী সোজা আঙুল দেখিয়ে দেন অভিজিতের দিকে। তিনিই সব এই শো-এর। তবে পরিচালকের মুখে আবার অন্য কথা। কী বলেছেন তিনি?

অভিজিত্‍ বলেন, “আমি কোনও প্রশ্ন করি না। প্রশ্ন সহ সবকিছু রচনাই তৈরি করেন। ছেলেকে যখন ও পড়াতে বসায় তখন একই সঙ্গে দিদি নম্বর ১-এর প্রশ্ন তৈরি করেন।” পরিচালকের কথা শুনে হেসে গড়িয়ে পড়লেন রচনা। বোঝাই যাচ্ছে সবটাই হয়েছে মজার ছলে। তবে রচনার পক্ষে যে সবই করা সম্ভব সে কথা আগেও জানা গিয়েছে। আগে শোনা গিয়েছিল ছেলেকে পড়ানোর জন্য বোরখা পরে মেট্রো করে যাতায়াত করেন অভিনেত্রী। তবে এখন শুধু শুটিং আর ছেলে নয় সেই সঙ্গে নিজের ব্যবসা এবং দলের কাজ সমান তালে সামলাচ্ছেন তিনি।