AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার ওটিটি-তে শাহরুখ খান, অভিনয় ছেড়ে পরিচালনায় কিং?

Shah Rukh Khan Ott Debut: শাহরুখ খানের পরবর্তী ছবি সেভাবে জায়গা করতে পারেনি বক্স অফিসে। ডানকি একপ্রকার ফ্লপ। তারপর তেকে আর ছবির খবর সামনে আনেননি শাহরুখ খান। এবার শোনা যাচ্ছে তিনি ওটিটি-তে কাজ করতে চলেছেন। সত্যি কি তাই? শাহরুখ খানের ওটিটি ডেবিউ হতে চলেছে? 

এবার ওটিটি-তে শাহরুখ খান, অভিনয় ছেড়ে পরিচালনায় কিং?
| Edited By: | Updated on: May 13, 2024 | 2:05 PM
Share

শাহরুখ খান। জিরো ছবি ফ্লপ হওয়ার পর যিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সাময়িক বিরতি নেওয়ার। যদিও সময়টা হয়ে গিয়েছিল চার বছর। অপেক্ষার অবসান ঘটেছিল ২০২৩ সালে, পাঠান ছবি যখন মুক্তি পায়, শাহরুখ খান সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। কামব্যক ছবিতে রাতারাতি তিনি হয়ে উঠেছিলেন আরও এবার কোটি টাকার বাদশা। ১০০০ কোটির ব্যবসা করা ছবি নিয়ে শুরু হয়ে গিয়েছিল শোরগোল। শাহরুখ খানের প্রথম দুই ছবি সুপার-ডুপার হিট হলেও কোথাও গিয়ে যেন শাহরুখ খানের পরবর্তী ছবি সেভাবে জায়গা করতে পারেনি বক্স অফিসে। ডানকি একপ্রকার ফ্লপ। তারপর তেকে আর ছবির খবর সামনে আনেননি শাহরুখ খান। এবার শোনা যাচ্ছে তিনি ওটিটি-তে কাজ করতে চলেছেন। সত্যি কি তাই? শাহরুখ খানের ওটিটি ডেবিউ হতে চলেছে?

একেবারেই সঠিক তথ্য। ছেলে আরিয়ান খানের স্টারডার্ম-এ কাজ করার কথা আগেই শোনা গিয়েছিল শাহরুখ খানের। আরিয়ান খানের প্রথম প্রজেক্ট বলে কথা। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল শাহরুখ খান এই সিরিজে কাজ করবেন না। তবে এবার শোনা যাচ্ছে শাহরুখ খানের যোগ রয়েছে স্টারডার্ম সিরিজে। কী করছেন তিনি এই সিরিজে? তবে না, তা অভিনয় নয়। তিনি পরিচালনার কাছে ছেলেকে সাহায্য করছেন মাত্র।

ঘনিষ্ট সূত্রে খবর সেটে একাধিকবার শাহরুখ খানকে দেখা গিয়েছে। কারণ একটাই, শাহরুখ খান তাঁর ছেলেকে এই বড় প্রজেক্টি সুন্দর করে তৈরি করতে সাহায্য করতে চাইছেন মাত্র। সেই কারণেই আরিয়ানের পাশে তিনি। যদিও কিং খানকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই, তিনি ছবি ছাড়ছেন না। অভিনয় ছাড়ছেন না, ওটিটি-তে অভিনয়ও করছেন না, কেবল মাত্র তিনি তাঁর সন্তানের সাহায্যের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন।