খাবারে বিষ মেশানো হয়েছিল!মুম্বইয়ে গিয়ে কী হাল হয় আরতি মুখোপাধ্যায়ের?

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Jan 21, 2025 | 9:42 PM

'আমি মিস ক্যালকাটা' থেকে 'এক বৈশাখে দেখা হল' একের পর এক হিট গান তাঁর ঝুলিতে। বাংলার স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে প্রথম সারিতই রয়েছে আরতি মুখোপাধ্যায়ের নাম। শুধুমাত্র টলিউড নয় তাঁর কণ্ঠে বুঁদ হয়েছিল গোটা বলিপাড়া।

খাবারে বিষ মেশানো হয়েছিল!মুম্বইয়ে গিয়ে কী হাল হয় আরতি মুখোপাধ্যায়ের?

Follow Us

‘আমি মিস ক্যালকাটা’ থেকে ‘এক বৈশাখে দেখা হল’ একের পর এক হিট গান তাঁর ঝুলিতে। বাংলার স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে প্রথম সারিতই রয়েছে আরতি মুখোপাধ্যায়ের নাম। শুধুমাত্র টলিউড নয় তাঁর কণ্ঠে বুঁদ হয়েছিল গোটা বলিপাড়া। কিন্তু সেখানে সেভাবে নিজের সাম্রাজ্য বিস্তার করতে পারেননি গায়িকা। শোনা যায়, তাঁর বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করা হয়েছিল। যে কারণে আবারও শহরে ফিরে আসতে হয় গায়িকাকে।

গীতিকার সুবীর হাজরার স্ত্রী ছিলেন তিনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদ করে তিনি মুম্বই পাড়ি দিয়েছিলেন। সেখানে গিয়ে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলেদের সঙ্গে লড়াইয়ে নামেন তিনি। তবে সেখানকার কেউই নাকি তাঁকে খোলামনে স্বাগত জানাতে পারেনি। শুধু তাই নয়, খাবারে বিষ মিলিয়ে তাঁর গলাও নাকি নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

বলিউডে গিয়ে নিজের প্রতিভার জোরে একাধিক গানের সুযোগ পাচ্ছিলেন আরতি। তবে ‘উপর মহলের চাপে’র জন্য নাকি সেই সব সুযোগই হাতছাড়া হয়ে যাচ্ছিল তাঁর। গায়িকার ব্যক্তিগত জীবনের ওপর দিয়েও তখন নাকি ঝড় বইছে। প্রথম বিয়ে ভাঙার পর নিজের মায়ের অনুরোধে এক গুজরাটি ব্যক্তির সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তিনি। কিন্তু সেই বিয়েও সুখের ছিল না। এখন গানের দুনিয়া থেকে সরে গিয়ে পুত্র সোহমের সঙ্গে একা দিন কাটাচ্ছেন আরতি।

Next Article