স্নানের আগেই পোশাক খুলতে-খুলতে বাথরুম থেকে ফাঁস উর্বশীর ভিডিয়ো?
ভিডিয়োটি ২৩ সেকেন্ডের। তাতে দেখা গিয়েছিল হলুদ রঙের এক সালোয়ার কামিজ পরে স্নানঘরে ঢুকছেন অভিনেত্রী। এর পরেই এক এক করে পোশাক খুলতে শুরু করেন তিনি। ব্যস, এর পরেই বন্ধ হয়ে যায় ভিডিয়ো।

উর্বশী রাউতেলা মানে নেটপাড়ায় নিত্য জল্পনা তুঙ্গে। এক ভিডিয়ো রাতারাতি হয়ে উঠেছিল ভাইরাল। সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল স্নানঘরে স্নানের জন্য পোশাক খোলার প্রস্তুতি নিচ্ছেন উর্বশী রাউতেলার মতো দেখতে এক মহিলা। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভিনাইন বাংলা) বিভিন্ন পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এর পরেই শুরু হয়েছিল আলোচনা। এমন কুৎসিত কাজ করল কে? অভিনেত্রীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে কে?
ভিডিয়োটি ২৩ সেকেন্ডের। তাতে দেখা গিয়েছিল হলুদ রঙের এক সালোয়ার কামিজ পরে স্নানঘরে ঢুকছেন অভিনেত্রী। এর পরেই এক এক করে পোশাক খুলতে শুরু করেন তিনি। ব্যস, এর পরেই বন্ধ হয়ে যায় ভিডিয়ো। এ নিয়ে যখন চলছিল মাতামাতি তখন নেটিজেনদের একাংশের নজর এড়ায়নি উর্বশীর গলার মঙ্গলসূত্রটি। তিনি বিবাহিত নন। তাহলে মঙ্গলসূত্র কোথা থেকে এল? প্রশ্ন তুলেছেন তাঁরা। অনেকের দাবি, হতে পারে এটি কোনও সিনেমার দৃশ্য। আবার অনেকেই আঙুল তুলেছেন খোদ অভিনেত্রীর দিকেই। তাঁদের দাবি, আসন্ন ছবির প্রচারের জন্য এ হেন পন্থা নিজেই বেছে নিয়েছেন উর্বশী। দিনের শেষে নেতিবাচক বা ইতিবাচক যাই হোক না কেন, প্রচার তো সেই প্রচারই। যদিও এই বিষয় কখনও মুখ খোলেননি উর্বশী।
View this post on Instagram
বর্তমানে উর্বশী রাউটেল্লা ইন্টারন্যাশনাল মডেল। তাঁর কাজ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসিত। অভিনয়ে সেভাবে প্রসার জমাতে না পারলেও তিনি মডেলিং কেরিয়ারে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন।
