Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সারা শরীরে লাল লাল দাগ! শরীরে ‘ছুরি’ চালিয়েছেন জাহ্নবী? নাকি…

Janhvi Kapoor: জাহ্নবী কাপুরের বিরুদ্ধে প্লাস্টিক সার্জারির অভিযোগ বহুদিনের। ছোটবেলায় তিনি যেমন দেখতে ছিলেন, এখনকার সঙ্গে তার কোনও মিলই নেই। নাক পুরু ছিল ছোটবেলায়। এখন যদিও সে সব অতীত।

সারা শরীরে লাল লাল দাগ! শরীরে 'ছুরি' চালিয়েছেন জাহ্নবী? নাকি...
Follow Us:
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 9:12 PM

সম্প্রতি ‘ব্লাউজবিহীন’ ফটোশুট করে সকলের নজর কেড়েছিলেন জাহ্নবী কাপুর। কম আলোচনা হয়নি তাঁর ওই ফটোশুট নিয়ে। আবারও তাঁকে নিয়ে চলছে আলোচনা। নেপথ্যে তাঁর গায়ে থাকা লাল লাল দাগ যা চোখ এড়ায়নি নেটিজেনদের? কীসের দাগ ওগুলো, প্রশ্ন তুলেছেন তাঁরা। কেউ কেউ মনে করেছেন ‘লাইপোসেকশন’ করিয়েছেন জাহ্নবী? কী সেই জিনিস? এটি হল এক ধরনের প্লাস্টিক সার্জারি। সাধারণত গায়ের চর্বি অপসারণ করার বৈজ্ঞানিক নামই হল লাইপোসেকশন। মার্কিন যুক্তরাষ্ট্রে এই পদ্ধতি ব্যাপক প্রচলিত। ওই সার্জারি করালেই তাঁর চিহ্ন হিসেবে গায়ে ওই ধরনের দাগ দেখতে পাওয়া যায়। সেটিই করিয়েছেন জাহ্নবী? অনেকে আবার বলছেন, ওগুলো আর কিছুই নয়, লাভ বাইটস। এই মুহূর্তে শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন জাহ্নবী। অনেকেই তাই তাঁকেই ‘দায়ী’ করেছেন। জাহ্নবী যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া যে একেবারেই পছন্দ নয় তাঁর।

জাহ্নবী কাপুরের বিরুদ্ধে প্লাস্টিক সার্জারির অভিযোগ বহুদিনের। ছোটবেলায় তিনি যেমন দেখতে ছিলেন, এখনকার সঙ্গে তার কোনও মিলই নেই। নাক পুরু ছিল ছোটবেলায়। এখন যদিও সে সব অতীত। কিছু দিন আগেও ছবিকে প্রবল এডিট করার ‘দোষ’-এ দুষ্ট হতে হয়েছিল তাঁকে। উঠেছিল ফটোশপের অভিযোগও। তিনি যদিও এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। শ্রীদেবী কন্যা হওয়ার সুবাদের ছোট থেকেই লাইমলাইটে থাকতে হয়েছে জাহ্নবীকে। পড়তে হয়েছেন নানা সমালোচনার মুখেও। এই মুহূর্তে হাতে বিস্তর কাজ রয়েছে তাঁর। রয়েছে প্রথম দক্ষিণী প্রজেক্টও।