‘সরকারের বিরুদ্ধে কিছু বললে যদি…’, কোন ভয়ের কথা সামনে আনলেন জাভেদ আখতার?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। প্রথম থেকেই জাভেদ আখতার বেশ স্পষ্টভাষী। দেশের মসনদে যে সরকারই থাকুক না কেন, জাভেদ আখতার তাঁর সমালোচনা করতে পিছপা হন না।

বলিউডের একাংশ নাকি মোদী সরকার যাই করুক না কেন, তার প্রশংসায় পঞ্চমুখ হয়। আবার একাংশ নাকি সরকারের বিরুদ্ধে মুখ খোলেন, তবে তাঁরা হাতে গোণা। বরং দেখা গিয়েছে, যাঁরা সরকারের বিরুদ্ধে মুখ খোলেন, তাঁরাই বিপাকে পড়েন ইন্ডাস্ট্রি! হ্যাঁ, ঠিক এমনই অভিযোগ উঠে গেল বলিউডের খ্যাতনামা গীতিকার জাভেদ আখতারের সাম্প্রতিক কথায়। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে জাভেদ বিস্ফোরক মন্তব্য করে বসলেন।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। প্রথম থেকেই জাভেদ আখতার বেশ স্পষ্টভাষী। দেশের মসনদে যে সরকারই থাকুক না কেন, জাভেদ আখতার তাঁর সমালোচনা করতে পিছপা হন না। সম্প্রতি কপিল সিব্বলের সঙ্গে এক কথোপকথনের সময় জাভেদ আখতার স্পষ্ট বললেন, অস্কারের মঞ্চে মেরিল স্ট্রিপ যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সমালোচনা করেছিলেন, তখন কিন্ত তাঁর বিরুদ্ধে ইডি অভিযান হয়নি, বাড়িতে কোনও রেইডও পড়েনি। কারও মনে যদি মনে ভয় থাকে যে মুখ খুললেই, সিবিআই, ইনকাম ট্যাক্সের রেইড পড়বে, তাহলে তো সমালোচনা হবে না, নয় প্রশংসা, নয় নীরাবতা!
এসব কথার মধ্যে দিয়ে জাভেদ বলিউডের কোন তারকাদের দিকে নিশানা করেছেন, তা অবশ্য স্পষ্ট নয়। অপারেশন সিঁদুর নিয়ে বহু তারকাদের উচ্চ প্রশংসা এবং কয়েকজন তারকাদের নীরবতাকেই ইঙ্গিত করেছেন, তা বেশ স্পষ্ট।





