AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জাভেদকে ‘কাফির’ বলে কটাক্ষ, পাকিস্তান প্রসঙ্গে কোন সত্যি সামনে আনলেন তিনি?

সম্প্রতি জাভেদ আখতার পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। সীমান্তে একের পর এক হামলার প্রেক্ষিতে তিনি বলেন, “দু’-চারটে বোমা ফেলে কিছু হবে না, কেন্দ্রীয় সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে।”

জাভেদকে 'কাফির' বলে কটাক্ষ, পাকিস্তান প্রসঙ্গে কোন সত্যি সামনে আনলেন তিনি?
| Edited By: | Updated on: May 18, 2025 | 4:29 PM
Share

বর্ষীয়ান চিত্রনাট্যকার ও কবি জাভেদ আখতার ফের শিরোনামে। সম্প্রতি শিবসেনা (উবিটি) সাংসদ সঞ্জয় রাউতের বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাভেদ আখতার বলেন, “আমায় যদি কেউ কটাক্ষ না করে, ভয় পাই— ভাবি, আমি কি তবে ভুল পথে হাঁটছি?” সমাজ ও রাজনীতির বিষয়ে নিজের স্বাধীন মতামত প্রকাশ্যের কারণে দীর্ঘদিন ধরেই নানা মহলের কটাক্ষের শিকার তিনি। কারও চোখে তিনি ‘জিহাদি’, তো কারও চোখে ‘কাফির’। সেই প্রসঙ্গেই রসিকতা করে বলেন, “যদি আমায় পাকিস্তান আর জাহান্নম (নরক)— এই দুইয়ের একটিকে বেছে নিতে বলা হয়, আমি জাহান্নমই (নরককেই) বেছে নেব।”

জাভেদ আখতার স্পষ্ট করেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন। তবে যে কোনও জাতীয় বা আন্তর্জাতিক ইস্যুতে তাঁর স্পষ্ট ও যুক্তিসম্মত মন্তব্য অনেকেরই অপছন্দ। তিনি জানান, “দুই পক্ষের চরমপন্থীরাই আমাকে আক্রমণ করেন। তবে একইসঙ্গে অনেক সাধারণ মানুষও আছেন, যাঁরা আমাকে অনুপ্রাণিত করেন, সমর্থন করেন।”

সম্প্রতি জাভেদ আখতার পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। সীমান্তে একের পর এক হামলার প্রেক্ষিতে তিনি বলেন, “দু’-চারটে বোমা ফেলে কিছু হবে না, কেন্দ্রীয় সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে।” একইসঙ্গে তিনি তুলে ধরেন, এ দেশে পাকিস্তানি শিল্পীরা যে সম্মান পান, ভারতীয় শিল্পীরা পাকিস্তানে সেই মর্যাদা পান না— যা নিয়ে অতীতে বিতর্ক হলেও জাভেদ আখতার নিজের অবস্থানে অনড়ই থেকেছেন।