ঐশ্বর্যের জন্য ছেলে অভিষেকের সঙ্গে দূরত্ব? এ কী বললেন জয়া…
Jaya-Aishwarya: কখনও আবার সামনে উঠে আসতে দেখা যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে বিবাহ বিচ্ছেদের জল্পনা। শোনা যায় তাঁরা নাকি একসঙ্গে থাকছেন নায যদিও শেষ অগস্ট মাসে জলসাতেই দেখা মিলেছিলেন ঐশ্বর্য রাই বচ্চনের।

অমিতাভ বচ্চন নাতনি নভ্যা নভেলি নন্দা বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে। কারণ তাঁর পডকাস্ট শো। ‘হোয়াট দ্য হেল নন্দা’ শোয়ের দ্বিতীয় পর্বে বিশেষ অতিথি হিসেবে তিনি নিয়ে এসেছিলেন মা শ্বেতা বচ্চন ও দিদা জয়া বচ্চনকে। যেখানে একের পর এক আনকাট প্রশ্ন তাঁদের উদ্দেশে ছুঁড়ে দিতে দুবার ভাবেনি বচ্চন নাচতি। পরিবারের অন্দরমহলের সমীকরণ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ট্রোলিং, তাঁর প্রশ্নবাণ থেকে বাদ পড়ে না কিছুই। সেখানেই জয়ার উদ্দেশ নভ্যা প্রশ্ন করেছিলেন, কে বেশি আপন, ছেলে না মেয়ে? সেখানেই উল্টোসুর শোনা যায় জয়া বচ্চনের মুখে। যে জয়া এচদিন সকলের সামনে বারবার দাবি করেছিলেন তাঁর ছেলেই কাছের, এবার তিনি বললেন, ‘শ্বেতা আমার কাছে ছেলের চেয়েও বেশি, ও আমার শক্তি। আমি জানি না এটার কারণ কী,হতে পারে সে একজন মহিলা। কিন্তু সে আমার শক্তি।’
সম্প্রতি এই পরিবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা চর্চা তুঙ্গে। কখনও উঠে আসতে দেখা যাচ্ছে জয়া বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্কের সমীকরণের খবর, কখনও আবার সামনে উঠে আসতে দেখা যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে বিবাহ বিচ্ছেদের জল্পনা। শোনা যায় তাঁরা নাকি একসঙ্গে থাকছেন নায যদিও শেষ অগস্ট মাসে জলসাতেই দেখা মিলেছিলেন ঐশ্বর্য রাই বচ্চনের।
বর্তমানে একাধিক যে সম্পর্ক নিয়ে চর্চা ছিল তুঙ্গে, সেই ঐশ্বর্য আরও একবার কাঠগড়ায়। জয়ার এই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা থেকেই প্রশ্ন তুলছেন নেটিজ়েনরা, তবে কি জয়া বচ্চনের সঙ্গে বর্তমানে ছেলের দূরত্বের পিছনে দায়ী ঐশ্বর্য রাই বচ্চন? আকারে ইঙ্গিতে তেমনইটাই নাকি বোঝাতে চেয়েছেন জয়া বলেই নেটপাড়ার একাংশের মত।





