লজ্জায় চুপ অমিতাভ, জয়ার অভিশাপেই কি হারিয়ে গেলেন রাজেশ খান্না?
Jaya-Amitabh Relation: প্রকাশ্যেই অমিতাভকে নিয়ে এমন কিছু বলেছিলেন রাজেশ যা মোটেও ভালভাবে নেননি জয়া। প্রেমিকের অপমান সেদিন তিনি মেনে নিতে পারেননি। পাল্টা কথা শুনিয়ে দিয়েছিলেন রাজেশ খান্নাকে। কী এমন বলেছিলেন রাজেশ খান্না যে তা নিয়ে আজও হয় চর্চা?

অমিতাভ বচ্চন তখন কেরিয়ার সবে মাত্র শুরু করেছেন। তখন ম্যাগাজিনের কভার পাতায় বড় বড় ছবি বেরচ্ছে জয়া বচ্চনের। তিনি তখন ভালই নাম করে নিয়েছেন। এমনই সময় তাঁরা একে অন্যের জীবনে আসেন। শুরু হয় প্রেম। অমিতাভ বচ্চন তখন ভয়েস ওভার আর্টিস্ট ছাড়া আর কিছুই নন। কিন্তু ওই কয়লার মধ্যেই হীরে পেয়েছিলেন জয়া। বুঝেছিলেন সুপারস্টার হওয়ার যাবতীয় লক্ষণই রয়েছে মানুষটার মধ্যে। তিনি পরিশ্রমীও, একদিন অমিতাভ অনেক অনেক বড় অভিনেতা হবেন। অমিতাভ বচ্চন তখন বলিউডে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। ঠিক তেমন সময়েই তাঁকে কেন্দ্র করেই জয়া ও তৎকালীন সুপারস্টার রাজেশ খান্নার বেঁধে গিয়েছিল এক লড়াই।
প্রকাশ্যেই অমিতাভকে নিয়ে এমন কিছু বলেছিলেন রাজেশ যা মোটেও ভালভাবে নেননি জয়া। প্রেমিকের অপমান সেদিন তিনি মেনে নিতে পারেননি। পাল্টা কথা শুনিয়ে দিয়েছিলেন রাজেশ খান্নাকে। কী এমন বলেছিলেন রাজেশ খান্না যে তা নিয়ে আজও হয় চর্চা? ‘বাবরচি’র শুটিংয়ে একসঙ্গে কাজ করেছিলেন জয়া ও রাজেশ। সেই সেটেই বারবার অমিতাভ যেতেন জয়ার সঙ্গে দেখা করতে। সেদিনও গিয়েছিলেন তিনি। তখন আচমকা রাজেশ বলতে শুরু করেন ইন্ডাস্ট্রিতে অমিতাভের কোনও ভবিষ্যৎ নেই। এও বলেন, জয়া বচ্চন বৃথাই ওই স্ট্রাগলরের পিছনে সময় নষ্ট করেছেন।
কোনওদিনই ওই ব্যক্তির সঙ্গে সুখে থাকবেন না জয়া। জয়া মেনে নিতে পারেননি বাস্তবটা। অবাক হয়ে গিয়েছিলেন সবটা শুনে। রাজেশকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, একদিন অমিতাভই ইন্ডাস্ট্রি শাসন করবেন। ছাপিয়ে যাবেন রাজেশ খান্নার জনপ্রিয়তাকেও। আর হয়েওছিল তাই, ইচ্ছার জোরে কিছুদিনের মধ্যেই নিজেকে সেরা প্রমাণ করেছিলেন অমিতাভ। অমিতাভ দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই কোথায় যেন মিলিয়ে যেতে শুরু করল রাজেশ খান্নার জনপ্রিয়তা।





