Viral Video: ফের মেজাজ হারালেন জয়া বচ্চন, রেগে মেগে যুবককে দিলেন জোর ধাক্কা!
বহুবারই সোশাল মিডিয়ায় দেখা গিয়েছে, পাপারাজ্জিদের উপর রেগে চড়াও হয়েছেন জয়া। এমনকী, দেখা গিয়েছে বহুবার বিমানবন্দরে বা রেস্তরাঁর বাইরে ভক্তদের সেলফির আবদারেও রেগে গিয়েছেন বচ্চন ঘরনি।

সোশাল মিডিয়ায় ফের ভাইরাল হলেন বলিউড অভিনেত্রী ও সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। ভিডিয়োতে দেখা গেল, ফের মেজাজ হারিয়েছেন তিনি। এক যুবকের উপর চিলচিৎকার। আর এবার কোনও ফিল্মি পার্টিতে নয়, বরং পার্টির অনুষ্ঠানেই মেজাজ হারালেন জয়া।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। বহুবারই সোশাল মিডিয়ায় দেখা গিয়েছে, পাপারাজ্জিদের উপর রেগে চড়াও হয়েছেন জয়া। এমনকী, দেখা গিয়েছে বহুবার বিমানবন্দরে বা রেস্তরাঁর বাইরে ভক্তদের সেলফির আবদারেও রেগে গিয়েছেন বচ্চন ঘরনি।
তবে এবার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, এক দলীয়কর্মী জয়ার সঙ্গে সেলফি তুলতে যান। আর তখনই ঘটে বিপত্তি। জয়া বচ্চন দলীয় কর্মীকে জোর ধাক্কা দেন এবং রীতিমতো যুবককে কটাক্ষ করতে শুরু করেন। এই ভিডিয়োই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
View this post on Instagram
