Exclusive: ‘মা আর শাশুড়িকে নিয়ে ও…’, অগ্নিমিত্রার অতীত নিয়ে অকপট জুন

Jun 17, 2024 | 6:56 PM

June Malya: ভোটে জিতে আত্মবিশ্বাসী জুন। ২০২১-এ মেদিনীপুরে বিধায়ক হয়েছিলেন। এবার সাংসদ। দায়িত্ব আরও বেড়েছে। সে কথা স্বীকার করে নিয়েই তাঁর অকপট উত্তর, "সিরিয়াল আর করব না বলেই ভেবেছি। আসলে অনেক দায়িত্ব এখন। তবে দেখি ভাল ওয়েব সিরিজ বা ছবির কাজ পেলে মাঝেমধ্যে করলেও করতে পারি।"

Follow Us

অগ্নিমিত্রা পাল ও জুন মালিয়া– ২০২৪-এর লোকসভা নির্বাচনে মুখোমুখি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দুই জন। শেষ হাসি এসেছেন জুন মালিয়া। মেদিনীপুরের মানুষ কাছে টেনে নিয়েছেন তৃণমূলের বিধায়ককে, কার্যত প্রমোশন হয়ে আজ তিনি সাংসদ। জুন ও অগ্নিমিত্রার দু’জনেই শো-বিজের মানুষ। একজন অভিনেত্রী আর অন্যজন প্রাক্তন ফ্যাশন ডিজাইনার। অতীতে বহুবার মুখোমুখি হয়েছেন তাঁরা। রাজনীতির ময়দানে হুঙ্কার নয়, সে সম্পর্ক ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। পুরনো সেই ‘অগ্নি’কে নিয়ে টিভিনাইন বাংলায় অকপট জুন। জানালেন এমন কিছু কথা যা হয়তো এবারে মেদিনীপুরের বিজেপি প্রার্থী সম্পর্কে আপনি আগে শোনেননি।

তাঁর কথায়, “অগ্নির কেরিয়ার শুরুই আমার হাত ধরে, না ঠিক হাত ধরে বলব না। ও তখন সবে বিয়ে করে আসানসোল থেকে ওর শাশুড়ি আর মাকে নিয়ে কলকাতায় সনৎ ঘোষের স্টুডিয়োতে আসে কোনও এক পত্রিকার জন্য। আমার ফ্যাশন শুট ছিল। দেখি ভীষণ সুন্দরী এক মেয়ে আসছে জামাকাপড় নিয়ে। ওকে বলেই ফেলি, তুমি দেখতে এত সুন্দর নিজেই তো মডেলিং করতে পার। তখন তো খুবই চুপচাপ ছিল। সেখানকার থেকে আজকের অগ্নি…”। এখনকার দুঁদে রাজনীতিবিদ অগ্নিমিত্রার সঙ্গে যদিও জুনের দেখা সেই অগ্নির মিল নেই। এই পরিবর্তন কেমন লাগে তাঁর? হাসতে হাসতে জুনের জবাব, “ভাল তো খুব ভাল। ও ওর মতো আর আমি আমার মতো।”

ভোটে জিতে আত্মবিশ্বাসী জুন। ২০২১-এ মেদিনীপুরে বিধায়ক হয়েছিলেন। এবার সাংসদ। দায়িত্ব আরও বেড়েছে। সে কথা স্বীকার করে নিয়েই তাঁর অকপট উত্তর, “সিরিয়াল আর করব না বলেই ভেবেছি। আসলে অনেক দায়িত্ব এখন। তবে দেখি ভাল ওয়েব সিরিজ বা ছবির কাজ পেলে মাঝেমধ্যে করলেও করতে পারি।”

 

সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন এখানে

 

 

 

অগ্নিমিত্রা পাল ও জুন মালিয়া– ২০২৪-এর লোকসভা নির্বাচনে মুখোমুখি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দুই জন। শেষ হাসি এসেছেন জুন মালিয়া। মেদিনীপুরের মানুষ কাছে টেনে নিয়েছেন তৃণমূলের বিধায়ককে, কার্যত প্রমোশন হয়ে আজ তিনি সাংসদ। জুন ও অগ্নিমিত্রার দু’জনেই শো-বিজের মানুষ। একজন অভিনেত্রী আর অন্যজন প্রাক্তন ফ্যাশন ডিজাইনার। অতীতে বহুবার মুখোমুখি হয়েছেন তাঁরা। রাজনীতির ময়দানে হুঙ্কার নয়, সে সম্পর্ক ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। পুরনো সেই ‘অগ্নি’কে নিয়ে টিভিনাইন বাংলায় অকপট জুন। জানালেন এমন কিছু কথা যা হয়তো এবারে মেদিনীপুরের বিজেপি প্রার্থী সম্পর্কে আপনি আগে শোনেননি।

তাঁর কথায়, “অগ্নির কেরিয়ার শুরুই আমার হাত ধরে, না ঠিক হাত ধরে বলব না। ও তখন সবে বিয়ে করে আসানসোল থেকে ওর শাশুড়ি আর মাকে নিয়ে কলকাতায় সনৎ ঘোষের স্টুডিয়োতে আসে কোনও এক পত্রিকার জন্য। আমার ফ্যাশন শুট ছিল। দেখি ভীষণ সুন্দরী এক মেয়ে আসছে জামাকাপড় নিয়ে। ওকে বলেই ফেলি, তুমি দেখতে এত সুন্দর নিজেই তো মডেলিং করতে পার। তখন তো খুবই চুপচাপ ছিল। সেখানকার থেকে আজকের অগ্নি…”। এখনকার দুঁদে রাজনীতিবিদ অগ্নিমিত্রার সঙ্গে যদিও জুনের দেখা সেই অগ্নির মিল নেই। এই পরিবর্তন কেমন লাগে তাঁর? হাসতে হাসতে জুনের জবাব, “ভাল তো খুব ভাল। ও ওর মতো আর আমি আমার মতো।”

ভোটে জিতে আত্মবিশ্বাসী জুন। ২০২১-এ মেদিনীপুরে বিধায়ক হয়েছিলেন। এবার সাংসদ। দায়িত্ব আরও বেড়েছে। সে কথা স্বীকার করে নিয়েই তাঁর অকপট উত্তর, “সিরিয়াল আর করব না বলেই ভেবেছি। আসলে অনেক দায়িত্ব এখন। তবে দেখি ভাল ওয়েব সিরিজ বা ছবির কাজ পেলে মাঝেমধ্যে করলেও করতে পারি।”

 

সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন এখানে

 

 

 

Next Article