AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাসপাতালের বিছানাতে হঠাৎই বায়না, কী খাওয়ার আবদার সুমনের?

Kabir Suman: হৃদযন্ত্রে সমস্যা রয়েছে সুমনের। এ ছাড়াও রয়েছে উচ্চরক্তচাপ জনিত সমস্যাও। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। তিনি দ্রুত সুস্থ হিয়ে ঘরে ফিরুন, এ প্রার্থনা যে সকলের।

হাসপাতালের বিছানাতে হঠাৎই বায়না, কী খাওয়ার আবদার সুমনের?
কবীর সুমন। ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 7:19 PM
Share

গুরুতর অসুস্থ হয়ে সোমবার দুপুরে মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। আচমকাই শ্বাসপ্রশ্বাসের সমস্যা শুরু হয়েছিল তাঁর। এখন কেমন আছেন তিনি? কী বলছেন চিকিৎসকেরা? গায়কই বা কী বলছেন? সূত্র জানাচ্ছে, গায়কের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। ফুসফুসে জল জমেছে তাঁর। রয়েছে শ্বাসকষ্টের সমস্যাও। তবে এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ‘বায়না’ও করেছেন গায়ক? চিকেন স্যান্ডউইচ ছাড়া কিছু খেতে চাননি। অগত্যা তাঁকে সেই খাবার দেওয়া হলে তিনি খেয়েছেনও বলেই জানা যাচ্ছে। তবে আশঙ্কা থেকে এখনই মুক্ত হতে পারছেন না চিকিৎসকেরা। ‘গানওয়ালা’কে রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। এরই পাশাপাশি হৃদ্‌রোগ বিশেষজ্ঞ, ফুসফুস রোগ বিশেষজ্ঞ এবং ক্রিটিকাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এর চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ডও গঠিত হয়েছে সোমবার রাতেই।

হৃদযন্ত্রে সমস্যা রয়েছে সুমনের। এ ছাড়াও রয়েছে উচ্চরক্তচাপ জনিত সমস্যাও। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। তিনি দ্রুত সুস্থ হিয়ে ঘরে ফিরুন, এ প্রার্থনা যে সকলের।

প্রসঙ্গত, গতকাল সুমন হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন হাসপাতালের সুপার সুপার অঞ্জন অধিকারী। তিনি বলেন, “আপাতত ক্রিটিকাল কেয়ার ইউনিটে তাঁকে রাখা হয়েছে। যদিও গায়কের জ্ঞান আছে। মুখ দিয়ে খাবার খাওয়ানো হয়েছে অল্প। এখনও অক্সিজেন চলছে। জেনারেল মেডিসিন, রেসপিরেটরি হেড, ক্রিটিকাল কেয়ার হেডের সবাইকে নিয়ে চিকিৎসা শুরু করে দিয়েছি। তবে এখনও বোর্ড গঠিত হয়নি। নিজেদের মধ্যে আলোচনা করে সন্ধে ৭টা নাগাদ সিদ্ধান্ত নেব আমরা।” সেই সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। চলছে চিকিৎসা।