AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aparna Sen: অপর্ণা সেনের প্রেমে পড়ে বড় সিদ্ধান্ত কমল হাসানের, কোন সত্য সামনে আনলেন অভিনেতার কন্যা শ্রুতি?

Kamal Hassan love with Aparna Sen: সাতের দশকে তো তাঁর এক চাউনিতেই হইচই পড়ে যেত মহিলা মহলে। শ্রীদেবীর সঙ্গে রটেছিল প্রেমের গুঞ্জন। কিন্তু জানেন কি, ভারতীয় চলচ্চিত্রের সেই সুপুরুষ নায়ক কমল হাসান প্রেমে পড়েছিলেন মিস ক্যালকাটার! আর শুধুই কি প্রেমে পড়েছিলেন, অর্পণার প্রতি মুগ্ধতা থেকে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন কমল।

Aparna Sen: অপর্ণা সেনের প্রেমে পড়ে বড় সিদ্ধান্ত কমল হাসানের, কোন সত্য সামনে আনলেন অভিনেতার কন্যা শ্রুতি?
| Updated on: Aug 26, 2025 | 5:04 PM
Share

তিনি দক্ষিণের সুপারস্টার। দাপুটে রাজনীতিক। বলিউডেও একের পর এক সুপারহিট ছবি করেছেন। এমনকী, বাংলা সিনেমাতেও করেছেন অভিনয়। সাতের দশকে তো তাঁর এক চাউনিতেই হইচই পড়ে যেত মহিলা মহলে। শ্রীদেবীর সঙ্গে রটেছিল প্রেমের গুঞ্জন। কিন্তু জানেন কি, ভারতীয় চলচ্চিত্রের সেই সুপুরুষ নায়ক কমল হাসান প্রেমে পড়েছিলেন মিস ক্যালকাটার! আর শুধুই কি প্রেমে পড়েছিলেন, অর্পণার প্রতি মুগ্ধতা থেকে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন কমল।

ব্য়াপারটা একটু খোলসা করা যাক। দক্ষিণী, হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা ছবিতেও নজর কেড়েছিলেন কমল হাসান। তাঁর অভিনীত কবিতা ছবি তো সুপারহিট হয়েছিল বক্স অফিসে। সেই সময় নাকি বাংলা ছবির সঙ্গে সঙ্গে অপর্ণা সেনের প্রেমেও হাবুডুবু খাচ্ছিলেন কমল হাসান। আর তখনই অভিনেতা ঠিক করে নেন, যেভাবেই হোক অপর্ণার মন জয় করতে হবে। আর তার একটাই পথ, বাংলা ভাষা!

ইন্ডিয়া টুডেতে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি কুলি ছবিরে প্রচারে এসে এক সাক্ষাৎকারে কমল হাসানের এই গোপন কাণ্ড ফাঁস করলেন তাঁর বড় মেয়ে শ্রুতি হাসান। শ্রুতি জানান, ”আমার বাবা অনেকগুলো ভাষা জানেন, আমিও জানি। কিন্তু এটা কেউ জানে না, বাবা ভাল বাংলাও বলতে জানেন শুধুই অভিনেত্রী অপর্ণা সেনের কারণে!”

শ্রুতি জানান, বাবা বাংলা ছবিতেও অভিনয় করেছিলেন, তা সবাই জানে। কিন্তু তাঁর বাংলা শেখাটা মোটেই ছবিতে অভিনয়ের জন্য ছিল না। বরং অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন তিনি। আর অপর্ণার মন জিততেই বাবা দ্রুত বাংলা শিখে ফেলেছিলেন। বাবা অপর্ণার প্রতি এতটাই মুগ্ধ ছিলেন তিনি। শুধু তাই নয়, শ্রুতি আরও জানান, কমল হাসান ‘হে রাম’ সিনেমায় রানি মুখোপাধ্যায়ের চরিত্রের নাম রেখেছিলেন ‘অপর্ণা’। চরিত্রটি ছিল একটি বাঙালি মহিলার, অপর্ণা সেনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কারণেই এমনটা করেছিলেন কমল।