AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্ত্রীর রাগ ভাঙাতে হনিমুনে বিদেশ, জানেন শ্রীময়ী-কাঞ্চনের এক রাতের খরচ?

Kanchan-Shreemoyee: এই বছরই ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবসের দিন আইনি বিয়েটা সেরে ফেলেন কাঞ্চন ও শ্রীময়ী। এর মাস খানেক পর সামাজিক বিয়ে সম্পন্ন হয় তাঁদের। শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ফারাক থেকে শুরু করে কাঞ্চনের তৃতীয় বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। যদিও সেই সব আলোচনা সামলে আপাতত মধুচন্দ্রিমা যাপনে ব্যস্ত অসমবয়সী ওই দম্পতি।

স্ত্রীর রাগ ভাঙাতে হনিমুনে বিদেশ, জানেন শ্রীময়ী-কাঞ্চনের এক রাতের খরচ?
| Updated on: Jul 01, 2024 | 8:49 PM
Share

সোমবার সকালে শ্রীময়ী চট্টরাজ যখন ইনস্টাগ্রামে জানিয়েছিলেন হনিমুনে যাচ্ছেন তিনি ভক্তমহলে শুরু হয়েছিল চাপা গুঞ্জন। কোথায় যাচ্ছেন তাঁরা? তা নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনাও। কলকাতা থেকে প্রথম গন্তব্য ছিল বেঙ্গালুরু। এরপর কোথায় যাবেন তা নিয়ে চলছিল আলোচনা। ওদিকে ওঁরাও ছিলেন ‘স্পিক্টি নট’। জল্পনা কল্পনার পর অবশেষে জানা গেল হনিমুনের গন্তব্য। স্ত্রীর রাগ ভাঙাতে দেশ নয় বিদেশেই পাড়ি দিলেন উত্তরপাড়ার বিধায়ক। বলিউডি কায়দায় শ্রীময়ীকে নিয়ে কাঞ্চন গেলেন মলদ্বীপ। দাঁড়ান, এখানেই শেষ নয়, বিচ ভিলা নয় বরং তাঁরা বেছে নিলেন ওয়াটার ভিলা। ওই সব ওয়াটার ভিলার এক রাতের খরচ জানেন? নিজের দেশে তিন-চার বার ট্রিপ করে আসতে পারবেন আপনি।

দরজা খুলতেই হাতছানি দিচ্ছে সমুদ্র। পাঁপড়ি ছড়ানো খাটে লেখা হ্যাপি বার্থডে, কিছু দিন আগেই যে স্ত্রীর জন্মদিন গিয়েছে– তা ভোলেননি কাঞ্চন। রয়েছে আরও চমক। বার্থডে কেক, নীল জল আর রোম্যান্স– সব মিলিয়ে হনিমুন যেন জমে ক্ষীর। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে নতুন বরকে নিয়ে একগুচ্ছ কপট অভিমান উগরে দিয়েছিলেন শ্রীময়ী। সময় দেন না, সময় হনিমুনেরও– অবশেষে সেই সব অভিমান যেন গলে জল। এত ব্যয়বহুল ট্রিপ, জানতে ইচ্ছে করছে তো কেমন খরচ? বুকিংডট কম থেকে পাওয়া তথ্য জানাচ্ছে মালদ্বীপের ওই সব ওয়াটার ভিলা শুরুই হয় ভারতীয় মুদ্রায় ৫০ হাজার টাকা থেকে। দাম উঠতে পারে প্রায় দু লক্ষ অবধি। পাশাপাশি, অ্যাডভেঞ্চার স্পোর্টস থেকে শুরু করে স্পা– বিনোদনের ভাণ্ডার সাজিয়ে বসে আছে মালদ্বীপ।

এই বছরই ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবসের দিন আইনি বিয়েটা সেরে ফেলেন কাঞ্চন ও শ্রীময়ী। এর মাস খানেক পর সামাজিক বিয়ে সম্পন্ন হয় তাঁদের। শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ফারাক থেকে শুরু করে কাঞ্চনের তৃতীয় বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। যদিও সেই সব আলোচনা সামলে আপাতত মধুচন্দ্রিমা যাপনে ব্যস্ত অসমবয়সী ওই দম্পতি।