Kangana Ranaut- Maha Shivratri: পাগল করা নাচ নাচলেন কঙ্গনা রানাওয়াত, কোথায়?
Kangana Ranaut- Maha Shivratri: শিবরাত্রির অনু্ষ্ঠানে কখন পাগলের মতো নেচেছেন, তো কখনও গান শুনচ্ছেন শান্ত হয়ে। এই পোস্ট দেখে কেউ তাতে লিখেছেন ‘হর হর মহাদেব’।
মহাশিবরাত্রির অনুষ্ঠানে ভজনের সঙ্গে পাগল করা নাচ নাচলেন কঙ্গনা রানাওয়াত। নিজেই বললেন ‘পাগল কর দিয়া’ (পাগল করে দিয়েছে)। মহাশিবরাত্রির দিন সদগুরু ইশা ফাউন্ডেশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিকর্ণিকা। লাল বেনারসি শাড়িতে তাঁকে খুব দেখতে লাগছিল। সেখানে তিনি নিজের খুশিতে নাচ করছিলেন। হংসরাজ রধুবংশীর লাইভ পারর্ফমেন্সের সঙ্গে কঙ্গনা এমন পাগল করা নাচ করেছেন।
তাঁর কোনও এক অনুরাগী সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। আর সেই ছবি ভাইরাল হতে যে সময় নেবে না বলাই বাহুল্য। ভিডিয়োতে কমেন্টও আসে নানা রকম। একজন লেখেন, “যদি আমরা তাঁর সঙ্গে ওখানে থাকতাম”, কেউ বলেছেন, “ওহ মাই গড, কী সাধারণ আর সুন্দর দেখতে লাগছে। সাধারণ নাচ। এই রকমই সব সময় খুশিতে থাকবেন।” শুধু এই পোস্ট নয়, শিবরাত্রির অনুষ্ঠানের এমন বহু ভিডিয়ো অনুরাগীরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। যা ভাইরালও হয় দ্রুত। অন্য একটি পোস্টটে কঙ্গনাকে খুব কাছ থেকে দেখা যাচ্ছে।
View this post on Instagram
কঙ্গনাকে আজকাল বিভিন্ন মুডে দেখা যাচ্ছে। একদিকে তাঁর নতুন রিয়ালিটি শো ‘লক-আপ’-এ পাওয়া যাচ্ছে বিতর্কিত মন্তব্যের সঙ্গে, অন্যদিকে কয়েকদিন আগে মুম্বই বিমানবন্দরে চিত্রসাংবাদিকদের জন্য নিজের নিরাপত্তারক্ষীদেরকে দূরে সরিয়ে ফটোশেসন করেছেন। আর এবার শিবরাত্রির অনু্ষ্ঠানে কখন পাগলের মতো নেচেছেন, তো কখনও গান শুনচ্ছেন শান্ত হয়ে। এই পোস্ট দেখে কেউ তাতে লিখেছেন ‘হর হর মহাদেব’। অন্য একজন অনুরাগী বলেছেন, ‘ভক্তিতেই শক্তি’।
আরও পড়ুন: Yami Gautam: কঙ্গনার সঙ্গে নিজের তুলনা টানলেন ইয়ামি, একহাত নিলেন স্টারকিডদের?
আরও পড়ুন: Sonu Sood- Ukraine-Russia-Crisis: ‘জীবনের সবচেয়ে কঠিন কাজ করলাম’, বললেন সোনু সুদ