AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yami Gautam: কঙ্গনার সঙ্গে নিজের তুলনা টানলেন ইয়ামি, একহাত নিলেন স্টারকিডদের?

Yami Gautam: কঙ্গনা ও ইয়ামি এই দুজনেরই ইন্ডাস্ট্রিতে আগে থেকে তথাকথিত কানেকশন ছিল না। সে অর্থে দুজনেই বহিরাগত। কেরিয়ার শুরু মডেলিং দিয়ে। সেখান থেকে টিভি অ্যাড হয়ে সিনেমা... জার্নিটা মোটামুটি এক।

Yami Gautam: কঙ্গনার সঙ্গে নিজের তুলনা টানলেন ইয়ামি, একহাত নিলেন স্টারকিডদের?
কী বলেছেন ইয়ামি?
| Edited By: | Updated on: Mar 03, 2022 | 5:11 PM
Share

দুজনেরই বেশ মিল রয়েছে। দুজনেই হিমাচল প্রদেশে পাহাড়ি গ্রাম থেকে উঠে এসে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। কথা হচ্ছে, ইয়ামি গৌতম ও কঙ্গনা রানাওয়াত। বলিউডে কঙ্গনা বিতর্কিত চরিত্র। বেফাঁস মন্তব্য তাঁর রোজনামচা। অন্যদিকে ইয়ামির ইমেজ তিনি পলিটিকালি কারেক্ট। এ হেন ইয়ামিই এবার কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ। নেপথ্যে কি একহাত নিলেন স্টারকিডদের?

সম্প্রতি মুক্তি পেয়েছে ইয়ামি গৌতমের ছবি ‘আ থার্সডে’। ছবিতে নেগেটিভ চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। তাঁর চরিত্র একজন শিক্ষিকার যে নিজেরই বাড়িতে প্লে স্কুলের কচিকাঁচাদের হঠাৎই বন্দি করে রাখে। চায় মুক্তিপণ। কী কারণে অপহরণ এই নিয়েই ছবি। ইয়ামিকে নেগেটিভ চরিত্রে খুব একটা দেখা যায় না। এই ছবিতে তাঁকে একেবারে অন্য ভূমিকায় দেখে দর্শক বেশ পছন্দ করেছেন অভিনেত্রীকে। এমনকি কঙ্গনা রানাওয়াতও নিয়েমের বাইরে গিয়েছেন করেছেন ইয়ামির প্রশংসা। আর তাতেই আপ্লুত ইয়ামি। কঙ্গনাকে ধন্যবাদ জানিয়ে ইয়ামি লিখেছেন, “তোমায় ধন্যবাদ কঙ্গনা। এই মন্তব্য আমার কাছে প্রাপ্তি। এক সেলফ মেড (নিজেকে তৈরি করেছেন তিনি) অভিনেতার পক্ষ থেকে আর এক সেলফ মেড অভিনেতার জন্য আসা এই প্রশংসা আমার কাছে সত্যিই স্পেশ্যাল। ”

কঙ্গনা ও ইয়ামি এই দুজনেরই ইন্ডাস্ট্রিতে আগে থেকে তথাকথিত কানেকশন ছিল না। সে অর্থে দুজনেই বহিরাগত। কেরিয়ার শুরু মডেলিং দিয়ে। সেখান থেকে টিভি অ্যাড হয়ে সিনেমা… জার্নিটা মোটামুটি এক। এর আগে বহুবার বলিউডের স্টারকিডদের উপর বিতৃষ্ণা উগরে দিয়েছেন কঙ্গনা। এবার কি খানিক সেই পথেই হাঁটলেন ইয়ামি। একই বাক্যে তাঁর দু’বার ‘সেলফ মেড’ শব্দ যেন সে ঈশারাই করছে খানিকটা। কারও দাক্ষিণ্যে নয়, নিজ গুণে তিনি যে বলিউডে জায়গা করে নিয়েছেন সে কথাই যেন আরও একবার স্মরণ করিয়ে দিলেন ইয়ামি গৌতম।

অন্যদিকে কঙ্গনারও অদ্ভুত ভোলবদল। বিগত বেশ কিছু দিন ধরেই ইন্ডাস্ট্রির অভিনেতাদের প্রশংসায় পঞ্চমুখ তিনি। যে আলিয়াকে কিছু দিন আগেও ‘রম কম বিম্বো’ বলে কটাক্ষ করেছিলেন তিনি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ মুক্তির পর সেই আলিয়ারই প্রশংসা করেছেন তিনি। আবার ইয়ামির ক্ষেত্রেও ওই একই ছবি। যদিও ইয়ামির সঙ্গে কঙ্গনার পূর্ব বিবাদ ছিল না তবু এ রকম খুল্লামখুল্লা তারিফে কঙ্গনার প্রতি ভক্তদেরও একই মন্তব্য, ‘কুইন কি তবে বদলে গেলেন’? কঙ্গনা যদিও সে কথার উত্তর দেননি। তিনি বাঁচেন নিজের শর্তে।

আরও পড়ুন- Shibani Dandekar: আর ‘মিসেস আখতার’ নন, বিয়ের দিন কয়েকের মধ্যেই সিদ্ধান্ত শিবানীর!

আরও পড়ুন– Ananya Panday: প্রেমিকের কথা শেষমেশ স্বীকার করেই নিলেন অনন্যা, কে সেই পুরুষ?

দুই অভিনেত্রীর ‘ইনস্টা-লাপ’।