AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কার্তিকের পাশে শুয়ে ‘বিকিনি কন্যা’! নতুন প্রেমিকা খুঁজে পেলেন নায়ক?

চর্চা শুরু হওয়ার আগে পর্যন্ত কার্তিক ওই তরুণীকে সোশ্যাল মিডিয়ায় ফলোও করতেন। যদিও এই দাবির সত্যতা বা ছবির সত্যতা নিয়ে অভিনেতা বা তাঁর টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শিলমোহর পড়েনি। ওই তরুণী সম্পর্কে বিশেষ কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে তিনি বর্তমানে লন্ডনে পড়াশোনা করছেন।

কার্তিকের পাশে শুয়ে 'বিকিনি কন্যা'! নতুন প্রেমিকা খুঁজে পেলেন নায়ক?
| Updated on: Jan 06, 2026 | 2:07 PM
Share

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে ঘিরে ফের সরগরম নেটপাড়া। নেপথ্যে অভিনেতার সাম্প্রতিক গোয়া সফরের কিছু ছবি, যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডডিট-এ (Reddit)। নেটিজেনদের দাবি, কার্তিক একা নন, বরং সমুদ্র সৈকতে এক ‘রহস্যময়ী’ সুন্দরীর সঙ্গেই ছুটি কাটাচ্ছেন তিনি।

ঘটনার সূত্রপাত হয় কার্তিকের শেয়ার করা একটি ছবি থেকে, যেখানে তাঁকে গোয়ার সমুদ্র সৈকতে আরাম করতে দেখা যাচ্ছে। এর কিছু পরেই নেটিজেনরা খুঁজে বের করেন করিনা কুবিলিউট নামে এক গ্রীক তরুণীর প্রোফাইল। দেখা যায়, কারিনা যে জায়গা থেকে ছবি পোস্ট করেছেন, তার সঙ্গে কার্তিকের ছবির ব্যাকগ্রাউন্ডের হুবহু মিল। সমুদ্রের ঢেউয়ের অ্যাঙ্গেল থেকে শুরু করে সৈকতের বসার চেয়ার, এমনকী, তোয়ালের প্যাটার্ন— সবটাই যেন একই সুতোয় গাঁথা।

রেডডিট ব্যবহারকারীদের দাবি, চর্চা শুরু হওয়ার আগে পর্যন্ত কার্তিক ওই তরুণীকে সোশ্যাল মিডিয়ায় ফলোও করতেন। যদিও এই দাবির সত্যতা বা ছবির সত্যতা নিয়ে অভিনেতা বা তাঁর টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শিলমোহর পড়েনি। ওই তরুণী সম্পর্কে বিশেষ কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে তিনি বর্তমানে লন্ডনে পড়াশোনা করছেন।

Kartik Aryan

ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনার মাঝেই সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পুরনো সম্পর্ক ও আবেগ নিয়ে অকপট হয়েছেন কার্তিক। প্রাক্তন প্রেমিকা অনন্যা পাণ্ডের সঙ্গে পুনরায় পেশাদার ক্ষেত্রে কাজ করা নিয়ে তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা দুজনেই পরিণত হয়েছেন।

ফিল্মফেয়ার-কে দেওয়া এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, “আমরা একে অপরকে খুব ভালো বুঝি। জীবনের নানা চড়াই-উতরাই আমরা একসঙ্গে দেখেছি। আজ আমি অনুভব করি যে একজন ব্যক্তি হিসেবে আমরা দুজনেই অনেক বেশি পরিণত হয়েছি।” ব্রেকআপ মানেই যে তিক্ততা নয়, তা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “আমার আর অনন্যার মধ্যে কোনোদিন তিক্ততা ছিল না। পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের মধ্যে সবসময়ই একটা ভালোবাসা আর শ্রদ্ধার জায়গা ছিল। আমার মনে সবসময়ই ওর জন্য একটা বিশেষ জায়গা থাকবে।”