SIR: অসুস্থ ছিলেন, লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আরও অসুস্থ হয়ে পড়লেন, বিতর্ক
SIR In WB: প্রত্যক্ষদর্শীরা জানান , শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও প্রায় কুড়ি মিনিট ধরে তিনি জেলাশাসকের দপ্তরের সামনে পড়ে ছিলেন। সেই সময় প্রয়োজনীয় চিকিৎসা বা প্রশাসনিক সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ। তবে ঘটনাস্থলে মিডিয়ার উপস্থিতি লক্ষ্য করতেই তৎপর হয় জেলা প্রশাসন।

বর্ধমান: এসআইআরের শুনানিতে হয়রানি, এক অসুস্থ ব্যক্তি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় আরও অসুস্থ হয়ে পড়লেন। অভিযোগ প্রায় কুড়ি মিনিট অসুস্থ অবস্থায় দফতরের সামনে পড়ে ছিলেন ওই ব্যক্তি । মিডিয়া আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।বর্ধমান পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তেলিপুকুরের বাসিন্দা অশোক শর্মা। ২৭৪ নম্বর পার্টের একজন ভোটার। বুধবার পূর্ব বর্ধমান জেলাশাসকের দফতরের সামনে ভোটার তালিকায় নাম সংক্রান্ত সমস্যার কারণে তাঁকে দীর্ঘ দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অসুস্থ শরীর নিয়েও তিনি শুনানির জন্য অপেক্ষা করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান , শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও প্রায় কুড়ি মিনিট ধরে তিনি জেলাশাসকের দপ্তরের সামনে পড়ে ছিলেন। সেই সময় প্রয়োজনীয় চিকিৎসা বা প্রশাসনিক সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ। তবে ঘটনাস্থলে মিডিয়ার উপস্থিতি লক্ষ্য করতেই তৎপর হয় জেলা প্রশাসন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে অবশেষে অসুস্থ নাগরিক অশোক শর্মাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। যদিও এই সময় জেলা প্রশাসনের প্রশাসনিক আধিকারিক সন্তু দরফদার মিডিয়াকে ছবি তুলতে বাধা দেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় শুনানি গ্রহণ কেন্দ্রের পরিষেবা ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। নাগরিকদের অভিযোগ, মিডিয়ার নজর না পড়লে হয়তো অসুস্থ নাগরিকের পাশে দাঁড়াতো না প্রশাসন। প্রশ্ন উঠছে কমিশনের নির্দেশিকা ও ভূমিকা নিয়েও। যদিও অতিরিক্ত জেলা শাসক অমিয় কুমার দাস বলেন, “অসুস্থ হয়ে পড়েছিলেন এক ব্যক্তি।তবে তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে।” যদিও কমিশনের তরফ থেকে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের বাড়ি গিয়ে হিংয়ারি করবেন আধিকারিকরা।
