ছেলের নাম বিহান কৌশল রাখলেন ভিকি-ক্যাটরিনা, জানেন এর অর্থ?
ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টে দেখা যাচ্ছে, সদ্যোজাত বিহানের ছোট্ট হাতের ওপর ভরসা দিয়ে রাখা হয়েছে বাবা ও মায়ের হাত। ছবিটি শেয়ার করে ক্যাটরিনা ও ভিকি লিখেছেন, “আমাদের আলোর দিশারি— বিহান কৌশল। আমাদের প্রার্থনা পূরণ হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে নিজেদের প্রথম সন্তানের নাম ও ছবি প্রকাশ্যে আনলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাঁদের পুত্রসন্তানের নাম রাখা হয়েছে ‘বিহান কৌশল’। সামাজিক মাধ্যমে খুদে সদস্যের হাতের একটি আদুরে ছবি শেয়ার করে এই সুখবর ভাগ করে নিয়েছেন তারকা জুটি।
বিহান শব্দের অর্থ প্রভাত বা সকাল। ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টে দেখা যাচ্ছে, সদ্যোজাত বিহানের ছোট্ট হাতের ওপর ভরসা দিয়ে রাখা হয়েছে বাবা ও মায়ের হাত। ছবিটি শেয়ার করে ক্যাটরিনা ও ভিকি লিখেছেন, “আমাদের আলোর দিশারি— বিহান কৌশল। আমাদের প্রার্থনা পূরণ হয়েছে। জীবন সত্যি সুন্দর। এক নিমেষেই আমাদের পৃথিবীটা বদলে গিয়েছে। এই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশের ঊর্ধ্বে।”
বিহানের নাম ঘোষণার পর থেকেই বলিউডে শুভেচ্ছার ঢল নেমেছে। পরিণীতি চোপড়া, ভূমি পেডনেকর, সিদ্ধান্ত চতুর্বেদী, রিচা চাড্ডা, দিয়া মির্জা এবং শিবানী আখতারের মতো তারকারা কমেন্ট সেকশনে নবজাতককে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ভক্তদের মধ্যেও এই পোস্ট ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
View this post on Instagram
২০২৫ সালের ৭ নভেম্বর জন্ম হয়েছিল বিহান কৌশলের। সে সময় সন্তানের আগমনের খবর দিলেও তার নাম বা ছবি আড়ালেই রেখেছিলেন ভিক্যাট দম্পতি। সেদিনের পোস্টে তাঁরা লিখেছিলেন, “ কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছি।”
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি ও ক্যাটরিনা। বিহান আসার পর তাঁদের চার বছরের দাম্পত্য জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল।
