Putin vs Trump: ট্রাম্পকে শিক্ষা দিতে এবার ব্রিটেন-মার্কিন তেল ট্যাঙ্কারের দখল নেবেন পুতিন?
Donald Trump News: গত বুধবার মার্কিন উপকূলরক্ষী বাহিনী ও ট্রাম্পের স্পেশ্যাল ফোর্স 'বিলা ১' ও 'মারিনারা' নামে রুশ পতাকা লাগানো ট্যাঙ্কার সমুদ্রেই 'সিজ' করে। হোয়াইট হাউসের অভিযোগ, ওই ট্যাঙ্কারে ভেনেজুয়েলার জ্বালানি পাচার হচ্ছিল। ট্রাম্প বলেই দিয়েছেন, ভেনেজুয়েলার সব তেল এখন থেকে আমেরিকার অনুমতি ছাড়া কোথাও লেনদেন করা যাবে না।

নয়াদিল্লি: আমেরিকা ও রাশিয়ার মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। আরও প্রশস্ত হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের রাস্তা? রুশ গণমাধ্যমের বিস্ফোরক দাবি, এবার ট্রাম্পের আগ্রাসনের জবাব দিতে তৈরি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। বুধবার ট্রাম্পের সেনা আটলান্টিক ও ক্যারাবিয়ান সাগরে একজোড়া রুশ তেলের ট্যাঙ্কার দখল করেছে। তারই পাল্টা দিতে এবার একযোগে কৃষ্ণসাগর, নর্থ সি ও বাল্টিক সাগরে মার্কিন তেলের ট্যাঙ্কার দখল করবেন পুতিন? রুশ গণমাধ্যমের একাংশের দাবি, একা মার্কিন নয়, ব্রিটেনের পতাকা লাগানো কোনও ট্যাঙ্কারও যদি ওইসব এলাকায় দেখা যায়, সেগুলিরও দখল নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে রুশ নৌবাহিনী।
ট্রাম্পের পাল্টা জবাব পুতিনেরও?
গত বুধবার মার্কিন উপকূলরক্ষী বাহিনী ও ট্রাম্পের স্পেশ্যাল ফোর্স ‘বিলা ১’ ও ‘মারিনারা’ নামে রুশ পতাকা লাগানো ট্যাঙ্কার সমুদ্রেই ‘সিজ’ করে। হোয়াইট হাউসের অভিযোগ, ওই ট্যাঙ্কারে ভেনেজুয়েলার জ্বালানি পাচার হচ্ছিল। ট্রাম্প বলেই দিয়েছেন, ভেনেজুয়েলার সব তেল এখন থেকে আমেরিকার অনুমতি ছাড়া কোথাও লেনদেন করা যাবে না। যদিও রাশিয়ার পাল্টা দাবি, ওই ট্যাঙ্কার দুটিই ‘সিভিলিয়ান’ ও আন্তর্জাতিক জলসীমানার সব আইনকানুন মেনেই যাচ্ছিল। মার্কিন সেনা যেভাবে মাঝসমুদ্রে জাহাজ দুটিতে হেলিকপ্টার থেকে সেনা নামিয়ে দখল করেছে, তাকে ‘জলদস্যুর মতো আচরণ’ বলে অভিযোগ করেছে রাশিয়া। পাল্টা ক্রেমলিন শুনিয়ে রেখেছে, এই একই আচরণ আমেরিকাকেও ফেরত পেতে হবে। তখন যেন ট্রাম্প কাঁদুনি না গান।
একধাপ এগিয়ে রাশিয়ার ডুমা কাউন্সিলের ডিফেন্স কমিটির চ্যেয়ারম্যান আলেক্সেই জুরাভলভ সরাসরি ওয়াশিংটনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। বলেছেন, ‘আমেরিকাকে যোগ্য জবাব পেতে হবে। মার্কিন জাহাজে টর্পেডো দিয়ে হামলা হবে। ট্রাম্পের পাগলামির হাত থেকে আমাদের বাঁচতে হলে সামরিক পদক্ষেপ ছাড়া পথ নেই।’ কিন্তু রুশ প্রতিরক্ষা কর্তার মুখে আচমকা টর্পেডো হামলার প্রসঙ্গ কেন?
এটাও ফাঁপা হুমকি নয় বলেই রুশ গণমাধ্যমের দাবি। রাশিয়ার পতাকা লাগানো যে ‘শ্যাডো ফ্লিট’ টি মার্কিন সেনা আটক করেছে, সেটি গত ২ সপ্তাহ ধরে ট্র্যাক করছিল মার্কিন গোয়েন্দারা। আইসল্যান্ডের কাছাকাছি আসতেই মার্কিন উপকূলরক্ষী বাহিনী তৎপর হয়ে ওঠে। টের পেয়ে পুতিন-ও নিজের সবচেয়ে খতরনাক সাবমেরিন পাঠিয়ে দেন তড়িঘড়ি। কতটা বিপজ্জনক রুশ সাবমেরিন K-329 Belgorod? পরমাণু জ্বালানিতে চলা ডুবোজাহাজটি জলের নিচ থেকে পারমাণবিক হামলায় সক্ষম। এই সাবমেরিনে রয়েছে ‘পোসেইডেন’ নামে বিশ্বের দীর্ঘতম পরমাণু অস্ত্র বহনকারী টর্পেডো। ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলটি বিশ্বের কোনও ডিফেন্স সিস্টেম থামাতে পারে না। ধ্বংসলীলা চালানোর ক্ষমতার জন্যই এই টর্পেডোর নাম রাখা হয়েছে গ্রীক দেবতা পোসেইডেনের নামে। যিনি সমুদ্র, ভূমিকম্প ও ঝড়ের দেবতা বলে পরিচিত। ওই রুশ সাবমেরিন-ই রুশ শ্যাডো ফ্লিট-টিকে নিরাপত্তা দিচ্ছিল। কিন্তু সাবমেরিনটি পৌঁছনোর আগেই মার্কিন সেনা তেলের ট্যাঙ্কারটি আটক করে। ট্রাম্পের ওই আগ্রাসী পদক্ষেপের পাল্টা এখন পুতিন কী চাল দেন, সেদিকেই নজর গোটা বিশ্বের।
