অম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়ের প্রাক অনুষ্ঠানে হাজির গোটা বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা। মাইক্রোসফ্টের মালিক বিল গেটস থেকে শুরু করে ফেসবুকের নির্মাতা মার্ক জ়ুকারবার্গ… গোটা বলিউড হাজির হয়েছেন অনন্ত আম্বানি এবং তাঁর হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানগুলিতে। গুজরাটের জাম নগরে অম্বানিদের নির্মিত ‘বনতারা’ সাফারিতে চলেছে সবক’টি অনুষ্ঠান। সেখানে আমেরিকান পপ গায়িকা রিহানা পারফর্ম করেছেন। ১৭১ কোটি টাকার বিনিময়ে এই প্রাইভেট অনুষ্ঠানে গান গেয়ে সকলের মনোরঞ্জন করতে রাজি হয়েছেন রিহানা। কেবল রিহানা নন, ভারতের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়ক-গায়িকা অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালও অম্বানিদের এই বিয়ের অনুষ্ঠানে গান গেয়েছেন। শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান, আমির খান, অক্ষয় কুমার এবং বর্তমান যুগের তারকারা এই বিয়ের সঙ্গীতানুষ্ঠানে পারফর্ম করেছেন নিজেদেরই ছবির গানে। কিন্তু জানেন কি, এসব থেকে শতহস্ত দূরে থাকতেন লতা মঙ্গেশকর। এক রিয়্যালিটি শোয়ের মঞ্চে সেই কথা সাফ জানিয়ে দিয়েছিলেন লতার ছোট বোন আর এক কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে।
একবার এক বড়লোক ব্যবসায়িক পরিবারের বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার প্রস্তাব দিয়েছিল লতার কাছে। তিনি সবটাই নাকচ করে দিয়েছিলেন। তাঁকে ৫১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব দম্ভের সঙ্গে নাকচ করে দিয়েছিলেন লতা। এক রিয়্য়ালিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে লতার বোন আশা বলেছিলেন, “লতাদিদিকে একটি বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য এক মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমাকে পাঁচ মিলিয়ান ডলার দিলেও গাইব না।”
এমনই ছিলেন লতার। গাইতে-গাইতে অনেক তারকাই মঞ্চে নাচেন। লতাকে তেমনটা করতে দেখা যায়নি কোনওদিনই। সাধারণ শাড়ি পরে মঞ্চে উঠতেন। কপালে থাকত ছোট্ট টিপ। মাথার মাঝখানে সিঁথি কেটে দুটি বিনুনি বেঁধে মঞ্চে উঠে একের পর এক গান গাইতেন লতা। সঙ্গে থাকত অর্কেস্ট্রা। মঞ্চে নিজেকে কীভাবে উপস্থাপন করতে হয়, তা শুরু থেকেই জানতেন ‘ভারতের নাইটিংগেল’। বোন আশা সম্পর্কে একবার দুঃখপ্রকাশ করে লতা বলেছিলেন, “আমি ওর মতো নাচতে নাচতে গাইতে পারি না মঞ্চে। কী করব বলুন আমার ওটা আসে না।” সেই লতাকে বিয়ের প্রাইভেট পার্টিতে পারফর্ম করতে বলাই অলীক কল্পনা।