গোটা বলিউডকে বাসে করে বিমানবন্দর থেকে অনুষ্ঠান বাড়ি নিয়ে এসেছেন ওঁরা। ৭৫ লক্ষ টাকা খরচ করে গান গাওয়ার জন্য নিয়ে এসেছেন রিহানাকেও। তাঁদের বাড়ির অনুষ্ঠান যে নেহাত সাধারণ হবে না সে ধারণা ছিলই। কিন্তু তাই বলে এত কিছু! রবিবার অম্বানীর ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানে পারফর্মারদের তালিকা দেখে আপনার মাথা ঘুরে যেতে পারেই।
সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। ব্যবস্থা করা হয়েছিল খাওয়াদাওয়ারও। সন্ধেবেলা মহা আরতির পরই শুরু মূল অনুষ্ঠান। প্রীতম, শ্রেয়া ঘোষাল, উদিত নারায়ণ, শান, সুখবিন্দর সিং, মোহিত চউহান, মোনালি ঠাকুর থেকে শুরু করে অরিজিৎ সিং, লাকি আলি, নীতি মোহন– এঁদের প্রত্যেকেরই এ দিন সন্ধেবেলা গান গাইতে আসার আমন্ত্রণ রয়েছে। শুধু কি তাই? বলিউড সেলেবরা আছেন আর নাচ-গান হবে না তা কী করে হয়? তাই ব্যবস্থা করা হয়েছে ডিজেরও। ডিজেরাও নামজাদা। ‘ছম্মক ছাল্লো’ খ্যাত একন থেকে শুরু করে হার্ডি সান্ধু— তাঁদের জন্যও ব্যবস্থা করা হয়েছে ‘আফটার পার্টি’। প্রত্যেকদিনই চমকে দিচ্ছেন অম্বানীরা। কোনওদিন শাহরুখ মঞ্চ কাঁপাচ্ছেন আবার কোনওদিন জাহ্নবী কাপুর, সারা আলি খান নাচছেন ‘বোলে চুড়িয়া’। এ দিন বিকেল হতেই স্ত্রী কোয়েলের সঙ্গে জামনগর পৌঁছতে দেখা যায় অরিজিৎকে। অভিষেকের সঙ্গে হাজির হন ঐশ্বর্যাও। সব মিলিয়ে ছোট ছেলের বিয়েতে গোটা বলিউডকেই যেন জামনগরে তুলে এনেছেন অম্বানিরা।