প্রথম বার কোনও রিয়ালিটি শো’র মঞ্চে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে উত্তেজনার পারদ ছিল শুরু থেকেই। এ দিন তাই রাত আটটা বাজতেই আমজনতার চোখ ছিল ওই স্পেশ্যাল এপিসোডের দিকে। একেবারেই অন্য মেজাজে যে ধরা দেবেন মুখ্যমন্ত্রী সে আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। হলও ঠিক তেমনটাই। রাজনীতির কূটকচালি নয়, বরং নিজের জীবনের নানা অজানা গল্প এ দিন ফাঁস করে দিলেন মমতা। প্রথমেই ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের দলের দুর্গা বন্দনার দিয়ে শুরু হয় এই স্পেশ্যাল এপিসোড। এর পর ‘রাজ্যসঙ্গীত’ পরিবেশনার পর বিশেষ অতিথি মমতা ভাগ করে নেন জীবনের এক অজানা গল্প। জানান, খাতায় কলমে তাঁর জন্মদিন ৫ জানুয়ারি হলেও তা সত্য নয়। তিনি জানান, স্কুলে যখন তাঁর দাদার বয়স লেখা হচ্ছিল, তখন তাঁর বয়স লেখার সময় বাবা বলেছিলেন যা খুশি বসিয়ে দিতে। দাদার বয়সই বসিয়ে দেওয়া হয়। আর বদলানো হয়নি।
তাহলে কবে জন্মদিন তাঁর? মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুর্গাপুজোর অষ্টমীর দিন জন্ম নেন তিনি। সে দিন খুব বৃষ্টিও হয়েছিল। তাঁর কথায়, “আমার সব কিছুতেই দেখবে বৃষ্টি হয়। এর কারণ আমার জন্মদিনের দিন বৃষ্টি হয়েছিল। আমার আসল জন্মদিন ৫ অক্টোবর। একেবারে সন্ধিক্ষণে জন্মেছিলাম। আর জন্মের পরের দিন চোখ খুলেছিলাম সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে।” এ দিন মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিযোগী হয়ে আসেননি। এসেছিলেন অতিথি হয়ে। প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরীরা। তবে হাত লাগিয়ে গোল রুটি বেললেন মমতা। একই সঙ্গে বাজালেন ধামসা মাদলও।