AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Controversy: চরিত্রের মুখে কথা নেই, পারিশ্রমিক থেকে ছাঁটাই অর্ধেক, অপমানিত মনোজ

Viral News: সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানিয়েছিলেন, তিনি একটি শো-তে কাজ করার সুযোগ পান। সেই শোতে পৌঁছলেই যাতায়াত খরচ বাবদ পেতেন ১০০ টাকা। সেই সময় এই পরিমাণ অর্থই ছিল তাঁর কাছে অনেক।

| Edited By: | Updated on: May 25, 2022 | 7:55 PM
Share
১৯৯০ সালে কথা। তখন অর্থের সমস্যায় জর্জরিত মনোজ বাজপেয়ী। একের পর এক কাজের সুযোগ আসলেও সেভাবে মিলত না পারিশ্রমিক। তবে একটি ঘটনা আজও তাঁর মনে মাঝে মধ্যেই আঘাত করে।

১৯৯০ সালে কথা। তখন অর্থের সমস্যায় জর্জরিত মনোজ বাজপেয়ী। একের পর এক কাজের সুযোগ আসলেও সেভাবে মিলত না পারিশ্রমিক। তবে একটি ঘটনা আজও তাঁর মনে মাঝে মধ্যেই আঘাত করে।

1 / 6
এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানিয়েছিলেন, তিনি একটি শো-তে কাজ করার সুযোগ পান। সেই শোতে পৌঁছলেই যাতায়াত খরচ বাবদ পেতেন ১০০ টাকা। সেই সময় এই পরিমাণ অর্থই ছিল তাঁর কাছে অনেক।

এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানিয়েছিলেন, তিনি একটি শো-তে কাজ করার সুযোগ পান। সেই শোতে পৌঁছলেই যাতায়াত খরচ বাবদ পেতেন ১০০ টাকা। সেই সময় এই পরিমাণ অর্থই ছিল তাঁর কাছে অনেক।

2 / 6
শো-এর পরিচালক অনুভব সিনহা তাঁর জন্য একটি চরিত্র তৈরি করেছিলেন। শুনে খুব খুশি হয়েছিলেন মনোজ। তাঁকে জানানো হয়, তোমায় ভেবে একটা চরিত্র করেছি, চরিত্রটি যদিও বোবা।

শো-এর পরিচালক অনুভব সিনহা তাঁর জন্য একটি চরিত্র তৈরি করেছিলেন। শুনে খুব খুশি হয়েছিলেন মনোজ। তাঁকে জানানো হয়, তোমায় ভেবে একটা চরিত্র করেছি, চরিত্রটি যদিও বোবা।

3 / 6
মনোজ বাজপেয়ী রাজি হয়ে গিয়েছিলেন। এরপর কাজ শুরু হয়ে যায় পুরোদমে। সময়ের টাকা সময়ে না পেলেও তিনি বিশ্বাস করতেন যে টাকাটা ঠিকই জমছে। তাই তিনি এই নিয়ে খুব একটা চিন্তা করতেন না।

মনোজ বাজপেয়ী রাজি হয়ে গিয়েছিলেন। এরপর কাজ শুরু হয়ে যায় পুরোদমে। সময়ের টাকা সময়ে না পেলেও তিনি বিশ্বাস করতেন যে টাকাটা ঠিকই জমছে। তাই তিনি এই নিয়ে খুব একটা চিন্তা করতেন না।

4 / 6
চার মাস হয়ে গেলে তিনি টাকা আনতে যান। তখন তাঁকে বলা হয় তিনি কেন পাবেন ৪০০০ করে! শুনে অবাক হয়ে যান মনোজ। জানান, আপনারাই তো ঠিক করেছেন।

চার মাস হয়ে গেলে তিনি টাকা আনতে যান। তখন তাঁকে বলা হয় তিনি কেন পাবেন ৪০০০ করে! শুনে অবাক হয়ে যান মনোজ। জানান, আপনারাই তো ঠিক করেছেন।

5 / 6
প্রযোজকের যুক্তি, কোনও সংলাপ নেই চরিত্রের, তবে কেন এত টাকা দেওয়া হবে। কথা নেই তাই অর্ধেক টাকা কেটে ২০০০ টাকাই দেওয়া হবে। শুনে অবাক হয়ে যান মনোজ বাজপেয়ী।

প্রযোজকের যুক্তি, কোনও সংলাপ নেই চরিত্রের, তবে কেন এত টাকা দেওয়া হবে। কথা নেই তাই অর্ধেক টাকা কেটে ২০০০ টাকাই দেওয়া হবে। শুনে অবাক হয়ে যান মনোজ বাজপেয়ী।

6 / 6