AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বক্স অফিস দানব প্রযোজকদেরই গ্রাস করবে’, দাবি মনোজ বাজপেয়ীর

অভিনেতা মনোজ বাজপেয়ী প্রযোজক এবং স্টুডিওদের বক্স অফিসের সংখ্যা নিয়ে সিনেমা প্রচার করার প্রবণতার ভক্ত নন।  তিনি মনে করেন, বক্স অফিস নিয়ে এই মোহ একটা দানবে পরিণত হয়েছে, যা একদিন তার সৃষ্টিকর্তাদেরই গ্রাস করবে।

'বক্স অফিস দানব প্রযোজকদেরই গ্রাস করবে', দাবি মনোজ বাজপেয়ীর
| Edited By: | Updated on: Sep 11, 2025 | 7:52 AM
Share

অভিনেতা মনোজ বাজপেয়ী প্রযোজক এবং স্টুডিওদের বক্স অফিসের সংখ্যা নিয়ে সিনেমা প্রচার করার প্রবণতার ভক্ত নন।  তিনি মনে করেন, বক্স অফিস নিয়ে এই মোহ একটা দানবে পরিণত হয়েছে, যা একদিন তার সৃষ্টিকর্তাদেরই গ্রাস করবে।

মনোজ বাজপেয়ী এখন রাম রেড্ডি পরিচালিত ‘জুগনুয়া’ ছবির মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত। ছবিটি চলতি মাসে ভারতে মুক্তি পেতে চলেছে। এই মুক্তির আগে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা এক সাক্ষাৎকারে ভারতের স্বতন্ত্র সিনেমার বর্তমান অবস্থা এবং বক্স অফিস কেন্দ্রিক নতুন মোহ নিয়ে কথা বলেন। মনোজ বলেন, “এটা একটা দানব, যেটা প্রযোজকরাই তৈরি করেছেন—বাণিজ্যিক প্রযোজকেরা—নিজেদের স্বার্থে। খুব শিগগিরই এই দানবই তাদের ধ্বংস করবে। তোমরা নিজেরাই ‘ভস্মাসুর’ তৈরি করেছ। শুধু অপেক্ষা করো, যেদিন তোমরা নিজের মাথায় হাত রাখবে, তখনই সব শেষ হয়ে যাবে। এই দানব যাদের সফল মানুষ তৈরি করে, একদিন তাদেরকেই গ্রাস করবে।”

তিনি বলেন, বক্স অফিস সাফল্যকে সিনেমার গুণমানের সঙ্গে তুলনা করা, বিশেষ করে ছোট ও স্বতন্ত্র চলচ্চিত্রগুলোর ক্ষতি করেছে, কারণ কম আয়ের ছবি মানেই এখন খারাপ সিনেমা বলে ধরে নেওয়া হচ্ছে। “ছোট, স্বাধীন সিনেমাগুলো সবসময়ই সংগ্রাম করে। তারপর একটা সময় এলো, যখন OTT (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মগুল দেশে ঢুকেছে, তখন তারা স্বাগত জানিয়েছিল। কিন্তু খুব দ্রুত তারা তাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলল এবং সবকিছুই মূলধারার বিষয়বস্তু আর তারকাদের ঘিরে ঘুরতে লাগল। এটা দেখে দুঃখ লাগে, কারণ আমি মনে করি যদি আপনি স্বাধীন সিনেমার আন্দোলন শেষ করে দেন, তা হলে সিনেমা একটা পণ্য ছাড়া আর কিছুই থাকবে না। যদি আর্ট বাদ যায়, তার আর কোনও মূল্য থাকবে না”, বলেন মনোজ।

তিনি অমিতাভ বচ্চনের উদাহরণ দেন, যিনি তার সুপারস্টারডমের শীর্ষে থেকেও ছোট বাজেটের ছবিতে অভিনয় করেছেন। “বচ্চন সাহেবও দুর্দান্ত কিছু ছোট ছবি করেছেন, যেমন ‘অভিমান’, ‘মিলি’। আরও অনেক করেছেন। শুধু ‘ডন’-এর মতো ছবি দেখতে দেখতে এক সময় বিরক্ত লাগবে। তিনি আজকের ‘বচ্চন’ হয়েছেন তার আগের কাজগুলোর জন্যও,” বলেন মনোজ।তিনি OTT প্ল্যাটফর্মগুলোর কথাও বলেন, যারা এখন ভারতের বিনোদন জগতের বড় একটা অংশ দখল করে আছে, কিন্তু তারাও এখন বাণিজ্যিক চাপে নতি স্বীকার করেছে বলে মনে করেন। “যারা বাণিজ্যিক ছবি বানাতে বা কিনতে আগ্রহী, তারা জানে এটা একরকম জুয়া। এটা প্রায়শই কাজে দেয় না। প্রযোজক আর OTT-রা এখন সেই ছবিতে টাকা ঢালতে আগ্রহী, যেখানে লাভটা বড় হতে পারে। কিন্তু বেশিরভাগ সময়ই এই ‘তুক্কা’ কাজ করে না, কেবল কিছু ভাগ্যবান লোকের জন্যই এটা ফল দেয়”, বলেন মনোজ বাজপেয়ী।