হঠাৎই মিমির মুখে বাম-নাম! পরমুহূর্তেই মুখ ঢাকলেন ‘প্রাক্তন’ সাংসদ

Mimi Chakraborty: আবির চট্টোপাধ্যায়ের বাড়ি বহুদিন ধরেই রাজনৈতিক মনস্ক। বামেদের বিভিন্ন সভাতেও অতীতে হাজির হতে দেখা গিয়েছে আবিরের বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায়কে। যদিও আবিরকে কোনওদিন কোনও রাজনৈতিক মঞ্চে সক্রিয় ভাবে দেখা যায়নি। অন্যদিকে গত বার লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন মিমি।

হঠাৎই মিমির মুখে বাম-নাম! পরমুহূর্তেই মুখ ঢাকলেন 'প্রাক্তন' সাংসদ
মিমি চক্রবর্তীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Apr 23, 2024 | 8:10 PM

যাদবপুরের বিদায়ী সাংসদ তিনি। চলতি লোকসভা নির্বাচনে তাঁর অবস্থান যদিও শতহস্ত দূরে। প্রচারে নেই। এতদিনের দল তৃণমূল কংগ্রেসের সঙ্গেও সেভাবে যোগ নেই তাঁর। কোনও প্রচারেও অংশ নিতে দেখা যাচ্ছে না তাঁকে। কথা হচ্ছে মিমি চক্রবর্তীর। সেই মিমির মুখেই কিনা এবার বাম-নাম! মুখ ফসকে বলে ফেলেই নিজেকে সামলে নিলেন টিভিনাইন বাংলার এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। সম্প্রতি ‘আলাপ’ ছবির আলাপচারিতায় টিভিনাইন বাংলার মুখোমুখি হয়েছিলেন মিমি ও আবির চট্টোপাধ্যায়। সেখানে আবিরকে প্রতিবেদকের তরফে প্রশ্ন করা হয় ‘রেড ফ্ল্যাগ’ বলতে তাঁর কী মনে হয়? আবিরকে উত্তর দিতে না দিয়েই মাঝপথেই মিমি বলে ওঠেন, ‘বাম-বাম’ বলে। ক্যামেরা চলছিল। পরমুহূর্তেই নিজেকে সামলে নিয়ে মুখ ঢেকে হাসিতে ফেটে পড়তে দেখা গেল তাঁকে।

আবির চট্টোপাধ্যায়ের বাড়ি বহুদিন ধরেই রাজনৈতিক মনস্ক। বামেদের বিভিন্ন সভাতেও অতীতে হাজির হতে দেখা গিয়েছে আবিরের বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায়কে। যদিও আবিরকে কোনওদিন কোনও রাজনৈতিক মঞ্চে সক্রিয় ভাবে দেখা যায়নি। অন্যদিকে গত বার লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন মিমি।

 

লোকসভা ভোটের ঠিক আগে যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে সেই পদ থেকে অব্যাহতি চান তিনি। তাঁর সেই ইচ্ছে মঞ্জুরও হয়। এই মুহূর্তে তাঁর ফোকাস কেরিয়ার। তাঁর কথায়, “ফাইনালি শান্তিতে আছি। অনেক ভাল আছি। নিজের যেটা কাজ, নিজের অভিনয়, তাতেই আরও বেশি করে মন দিতে চাইছি।”