Shreyas Iyer: এক যুগ পর! মুম্বই দুর্গ ভেঙে কী বলছেন কেকেআর ক্যাপ্টেন?
IPL 2024, MI vs KKR: ম্যাচ শেষে অধিনায়ক শ্রেয়স আইয়ার বলছেন, 'আমরা আপাতত প্লে-অফের দরজায় রয়েছি। এই ম্যাচে অনেক কিছুই মাথায় ঘুরছিল। হারলে কী হতে পারে, এসবও ঘুরছিল। এক যুগ পর এখানে জিতলাম, এই পরিসংখ্যান আমার জানা ছিল না।' এরপরই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে নিজের মত জানালেন শ্রেয়স। ব্যাটিংয়ে বিপর্যয়ের সামনে পড়েছিল কেকেআর। মণীশ পান্ডেকে ইমপ্যাক্টে নামানো হয়।
ব্যাটিং বিপর্যয়! এর চেয়েও খারাপ পরিস্থিতি হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। সেখান থেকে ঘুরে দাঁড়ানোটাও দুর্দান্ত। এ বারের আইপিএলে অন্যতম আলোচনার বিষয় ইমপ্যাক্ট প্লেয়ার। বেশির ভাগ প্লেয়ারই এর বিরোধিতা করছেন। তার কারণ, ইমপ্যাক্ট প্লেয়ারের কারণে অলরাউন্ডারদের গুরুত্ব কমছে। ভাগ্যিস এই নিয়ম ছিল। না হলে কলকাতা নাইট রাইডার্স যে মুম্বইতে লজ্জার মুখে পড়ত, বলাই যায়।
দীর্ঘ এক যুগ পর ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কলকাতা নাইট রাইডার্স। সতীর্থদের যেমন কৃতিত্ব দিচ্ছেন, তেমনই বাড়তি প্রশংসা ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে। যদিও কেকেআর অধিনায়ক পরিসংখ্যান জানতেন বলেই স্বীকার করে নিলেন। আপাতত তাঁর মস্তিষ্কে ঘুরছে প্লে-অফ। এ দিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৪ রানের জয়ে প্লে-অফের অনেক কাছে কলকাতা নাইট রাইডার্স।
ম্যাচ শেষে অধিনায়ক শ্রেয়স আইয়ার বলছেন, ‘আমরা আপাতত প্লে-অফের দরজায় রয়েছি। এই ম্যাচে অনেক কিছুই মাথায় ঘুরছিল। হারলে কী হতে পারে, এসবও ঘুরছিল। এক যুগ পর এখানে জিতলাম, এই পরিসংখ্যান আমার জানা ছিল না।’ এরপরই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে নিজের মত জানালেন শ্রেয়স। ব্যাটিংয়ে বিপর্যয়ের সামনে পড়েছিল কেকেআর। মণীশ পান্ডেকে ইমপ্যাক্টে নামানো হয়।
ভেঙ্কটেশ আইয়ার ও মণীশ পান্ডে জুটিতে ৮৩ রান যোগ করেন। কেকেআর ইনিংসে সেটাই টার্নিং পয়েন্ট। শেষ অবধি ১৬৯ রানে অলআউট হয়ে যায় কেকেআর। তবে মণীশ পান্ডের ইনিংসটা যে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, স্বীকার করতে ভুললেন না। শ্রেয়সের কথায়, ‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এই ম্যাচে আমাদের দারুণ ভাবে সাহায্য করেছে। প্রথম ম্যাচ থেকেই মণীশ সুযোগের অপেক্ষায় ছিল। ওর জন্যই লড়াই করার মতো স্কোরে পৌঁছতে পেরেছি।’