পরতে হবে শর্ট স্কার্ট…পরিচালকের নির্দেশ না মানায় নায়িকার কেরিয়ার ধ্বংসের হুমকি!
এরপরই রীতিমতো বোমা ফাটান মৌসুমী। মৌসুমী জানান, গুড্ডি ছবির অফার ফিরিয়ে দেওয়ার কারণে আমাকে রীতিমতো হুমকি দিয়েছিলেন হৃষিকেশ মুখোপাধ্যায়।

পরিচালক হৃষিকেশ মুখোপাধ্য়ায় ছিলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের আত্মীয়। কিন্তু তবুও হৃষিকেশের সঙ্গে তাঁর একটি মাত্র কাজ। তাও আবার ১৯৯২ সালে তালাশ নামের একটি টেলিফিল্ম। হৃষিকেশের সঙ্গে মৌসুমীর কাজ না করার নেপথ্যে ছিল একটা বিশেষ কারণ। যা কিনা আজও পর্যন্ত মৌসুমী ভুলতে পারেননি।
সময়টা সাতের দশক। গুড্ডি ছবি তৈরির প্ল্যান করছিলেন হৃষিকেশ মুখোপাধ্যায়। এই ছবির নায়িকার চরিত্রের জন্য মৌসুমী চট্টোপাধ্যায়কে প্রথমে অফার দেন হৃষিকেশ। কিন্তু হৃষিকেশকে মুখের উপর না বলে দেন মৌসুমী। এক সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছেন হৃষিকেশকে কেন তিনি না করেছিলেন। মৌসুমীর কথায়, তখন আমি ক্লাস টেনে পড়ি। কলকাতাতে থাকতাম। জানতে পারি গুড্ডি ছবির জন্য আমাকে শর্ট স্কার্ট পরতে হবে। আমি হৃষিকেশবাবুকে স্পষ্ট না বলেছিলাম। জানিয়ে ছিলাম, ছোট পোশাক পরতে পারব না। আমার মুখে সে কথা শুনে উনি একটু রেগেই গিয়েছিলেন । তাছাড়াও সামনে আমার পরীক্ষাও ছিল।
এরপরই রীতিমতো বোমা ফাটান মৌসুমী। মৌসুমী জানান, গুড্ডি ছবির অফার ফিরিয়ে দেওয়ার কারণে আমাকে রীতিমতো হুমকি দিয়েছিলেন হৃষিকেশ মুখোপাধ্যায়। আমাকে ফোন করে বলেছিলেন, আমাকে না করলে তুমি! তোমার ফিল্মি কেরিয়ার শেষ করে দেব। দেখি তোমাকে কে অভিনেত্রী বানাতে পারে!
মৌসুমী এই সাক্ষাৎকারে আরও জানান, পরে অবশ্য হৃষিকেশ আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে ছিলেন, তুমি আমার মুখের উপর না করায়, ইগোতে খুব লেগেছিল। আমার ওরকম বলা উচিত হয়নি।
১৯৭১ সালে মুক্তি পায় হৃষিকেশ মুখোপাধ্যায়ের গুড্ডি ছবিটি। মৌসুমীর জায়গায় এই ছবিতে অভিনয় করেন জয়া বচ্চন। বক্স অফিসে দারুণ ব্যবসা করে এই ছবি।





