ফিরছেন সৌরভ-শোলাঙ্কি, সঙ্গে পার্নো, মন্টু পাইলট-এ আর কোন বড় চমক?
দেবালয় ভট্টাচার্যর পরিচালনায় ২০১৯-এ এসেছিল ওয়েব সিরিজ মন্টু পাইলট। সিজন ওয়ানে সৌরভ দাসের কাজ এতটাই নজর কেড়েছিল যে, সৌরভকে এখনও অনেকে মন্টু নামে ডাকেন। সৌরভের পাশাপাশি সেই সিজনে ছিলেন শোলাঙ্কি রায় থেকে চান্দ্রেয়ী ঘোষ। সব মিলিয়ে চর্চিত একটা ওয়েব সিরিজ। টলিপাড়ায় ওয়েব সিরিজ তৈরি হওয়া যখন শুরু হয়, একেবারে গোড়ার দিকে নজর কেড়েছিল মন্টুর জীবনের ছকভাঙা গল্প।

দেবালয় ভট্টাচার্যর পরিচালনায় ২০১৯-এ এসেছিল ওয়েব সিরিজ মন্টু পাইলট। সিজন ওয়ানে সৌরভ দাসের কাজ এতটাই নজর কেড়েছিল যে, সৌরভকে এখনও অনেকে মন্টু নামে ডাকেন। সৌরভের পাশাপাশি সেই সিজনে ছিলেন শোলাঙ্কি রায় থেকে চান্দ্রেয়ী ঘোষ। সব মিলিয়ে চর্চিত একটা ওয়েব সিরিজ। টলিপাড়ায় ওয়েব সিরিজ তৈরি হওয়া যখন শুরু হয়, একেবারে গোড়ার দিকে নজর কেড়েছিল মন্টুর জীবনের ছকভাঙা গল্প।
খবর হলো, এই ওয়েব সিরিজের সিজন থ্রি-র শুটিং শুরু হচ্ছে বড়দিন কাটলেই। বড়দিনের বড় খবর হলো, এবার মন্টুর গল্প প্রযোজনার দায়িত্বেও থাকছেন মন্টু! হইচই প্ল্যাটফর্মের এই ওয়েব সিরিজ এবার যীশু সেনগুপ্ত আর সৌরভ দাসের প্রযোজনা সংস্থার হাত ধরে তৈরি হচ্ছে। তবে হইচই বা প্রযোজনা সংস্থার তরফে এখনই এই ওয়েব সিরিজ নিয়ে কিছু ঘোষণা করা হয়নি।
সৌরভ এর মাঝে বেশ কয়েকটি বাংলা ছবিতে নজর কেড়েছেন। তবে তাঁর কিছু অনুরাগী আছেন, যাঁরা মন্টু চরিত্রে আবারও অভিনেতাকে দেখতে চান। তাই তাঁরা যে এই খবরে খুশি হবেন, তা নিয়ে সংশয় নেই। সৌরভ ওয়েব সিরিজ করছেন প্রায় আড়াই বছর পর। তিনি এর আগে ইশা সাহার সঙ্গে একটা ওয়েব সিরিজের শুটিং করেছিলেন।
শোলাঙ্কিকে এই ওয়েব সিরিজে দেখার জন্য তাঁর অনুরাগীরা যেমন অপেক্ষা করে থাকবেন, তেমনই পার্নো মিত্রর কাজ দেখার আগ্রহ থাকবে। পার্নোকে এর আগে ‘ভোগ’-এ দেখা গিয়েছে। দেবালয়ের পরিচালনায় একটা বাংলা ছবিতে সম্প্রতি কাজ করেছেন অভিনেত্রী। তবে চমকের এতেই শেষ নয়। নতুন ওয়েব সিরিজে একটা বড় চরিত্র করছেন কিউ। এমনিতে পরিচালক হিসাবেই তিনি নামী হলেও, মাঝেসাঝে অভিনয় করে তাক লাগিয়ে দেন। দেবালয়ের পরিচালনায় কিউ কী ম্যাজিক ঘটাবেন, এখন সেটাই দেখার অপেক্ষা।
