AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার পুজোয় ‘রক্তবীজ ২’, টিজারেই চমকে দিলেন নন্দিতা-শিবপ্রসাদ

কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় শিবপ্রসাদ জানিয়েছিলেন, চলতি বছরে তাঁদের প্রযোজনা সংস্থা অন্দরে রয়েছে তিনটে ছবি। যার মধ্যে রয়েছে রাখি গুলজারকে নিয়ে আমার বস। প্রথমে আর দুটি ছবির কথা গোপনেই রেখেছিলেন শিবপ্রসাদ।

এবার পুজোয় 'রক্তবীজ ২', টিজারেই চমকে দিলেন নন্দিতা-শিবপ্রসাদ
| Updated on: Jan 26, 2025 | 1:38 PM
Share

তাঁরা টলিউডের সুপারহিট পরিচালক জুটি। যেকোনও উৎসবে পর্দায় তাঁদের ছবি মুক্তি পাওয়া মানেই বক্স অফিসে লক্ষ্মীলাভ। বাংলা ছবির দর্শকরা তো নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবির জন্য অধীর আগ্রহে বসে থাকেন। কেননা, বাঙালির সংস্কৃতিকে সঙ্গে রেখে পর্দায় যে ম্যাজিক তুলে ধরেন নন্দিতা ও শিবপ্রসাদ, তা কিন্তু অন্যান্য পরিচালকের ছবি থেকে তাঁদের ছবিকে আলাদা করে। এই যেমন, গত বছরের পুজোর ছবি বহুরূপী। এমনকী, তেইশের পুজোতেও বাম্পার এন্ট্রি নিয়েছিলেন রক্তবীজ নিয়ে।

কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় শিবপ্রসাদ জানিয়েছিলেন, চলতি বছরে তাঁদের প্রযোজনা সংস্থা অন্দরে রয়েছে তিনটে ছবি। যার মধ্যে রয়েছে রাখি গুলজারকে নিয়ে আমার বস। প্রথমে আর দুটি ছবির কথা গোপনেই রেখেছিলেন শিবপ্রসাদ। অবশ্য পরে জানা গেল, এবারের ক্রিসমাসে উইন্ডোজের ঘর থেকে মুক্তি পাবে ভূতের ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল। অনুরাগীরা তো ভেবেই পাচ্ছিলেন না, আর কোন ছবির কথা বলেছেন, শিবপ্রসাদ। অবশেষে, সেই গোপনীয়তা থেকে পর্দা উঠল। সাধারণতন্ত্র দিবসের দিনই নন্দিতা ও শিবপ্রসাদ প্রকাশ্যে আনলেন রক্তবীজ ২-এর টিজার। টিজারে ফের দেখা মিলল, অ্যাকশন অবতারে মিমি ও আবির চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে, এই ছবিতে একেবারে নতুন অবতারে দেখা যেতে পারে সোহম চক্রবর্তীকে।

২০২৩ সালের পুজোর সময় মুক্তি পায় নন্দিতা ও শিবপ্রসাদের ছবি রক্তবীজ। যে ছবিতে একেবারে অ্যাকশন প্যাকড অবতারে দেখা গিয়েছিল মিমি ও সইফের। বহুদিন পর পর্দায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় দেখে আপ্লুত হয়েছিলেন দর্শক। সেই ছবিরই এবার সিক্যুয়েল।

এই বছর পুজোর সময় মুক্তি পাবে দেবের ছবি রঘুডাকাত। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবি ঘিরে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে টলিপাড়ায়। নন্দিতা ও শিবপ্রসাদের রক্তবীজ ২-এর সঙ্গে যে বক্স অফিসে লড়াই জমবে তা বলাই বাহুল্য।