AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফয়জল খান থেকে দশরথ মাঝি, ভিলেন হোক বা আমআদমি, নওয়াজউদ্দিন সিদ্দিকি ১০০ তে ১০০

শুধুমাত্র সিনেমা নয়, ওয়েব সিরিজের দুনিয়াতেও সমান দখল রয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকির। কমেডি চরিত্রেও তিনি কিন্তু অসাধারণ অভিনয় করেন। আর বড়পর্দায় 'কাহানি' হোক বা নেটফ্লিক্সের ছবি 'রাত আকেলি হ্যায়', পুলিশের চরিত্রে নওয়াজ বরাবরই সপ্রতিভ।

| Updated on: May 19, 2021 | 10:36 AM
Share
৪৭- এ পা দিলেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সাম্প্রতিককালে তাঁর মতো জনপ্রিয় ভিলেন খুব বেশি দেখা যায়নি। আমআদমির চরিত্রেও নওয়াজের অভিনয় অসামান্য। অভিনেতার জন্মদিনে তাই একনজরে দেখা যাক তাঁর সেরা কিছু ছবি এবং চরিত্রদের।

৪৭- এ পা দিলেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সাম্প্রতিককালে তাঁর মতো জনপ্রিয় ভিলেন খুব বেশি দেখা যায়নি। আমআদমির চরিত্রেও নওয়াজের অভিনয় অসামান্য। অভিনেতার জন্মদিনে তাই একনজরে দেখা যাক তাঁর সেরা কিছু ছবি এবং চরিত্রদের।

1 / 9
নওয়াজউদ্দিন সিদ্দিকি মানেই 'গ্যাংস অফ ওয়াসেপুর'। ছবির দ্বিতীয় ভাগ অর্থাৎ 'গ্যাংস অফ ওয়াসেপুর ২'- তেই বেশি নজর কেড়েছিলেন নওয়াজ ওরফে ফয়জল খান।

নওয়াজউদ্দিন সিদ্দিকি মানেই 'গ্যাংস অফ ওয়াসেপুর'। ছবির দ্বিতীয় ভাগ অর্থাৎ 'গ্যাংস অফ ওয়াসেপুর ২'- তেই বেশি নজর কেড়েছিলেন নওয়াজ ওরফে ফয়জল খান।

2 / 9
'বজরঙ্গি ভাইজান' ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত সাংবাদিক চাঁদ নবাবের চরিত্র চিরকাল সমানভাবে জনপ্রিয় থাকবে।

'বজরঙ্গি ভাইজান' ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত সাংবাদিক চাঁদ নবাবের চরিত্র চিরকাল সমানভাবে জনপ্রিয় থাকবে।

3 / 9
ভিলেনের চরিত্রে নওয়াজ যে একদম 'পারফেক্ট চয়েস' সেকথা বারবার প্রমাণ করেছেন তিনি। 'বদলাপুর' তারই আদর্শ উদাহরণ।

ভিলেনের চরিত্রে নওয়াজ যে একদম 'পারফেক্ট চয়েস' সেকথা বারবার প্রমাণ করেছেন তিনি। 'বদলাপুর' তারই আদর্শ উদাহরণ।

4 / 9
তবে কেবল ভিলেন নন, আমআদমির চরিত্রেও নওয়াজ অসাধারণ। কেরিয়ারের শুরুর দিকের ছবি 'মাঝি'-তে দশরথ মাঝির চরিত্রে দর্শকদের মনজয় করেছিলেন নওয়াজ।

তবে কেবল ভিলেন নন, আমআদমির চরিত্রেও নওয়াজ অসাধারণ। কেরিয়ারের শুরুর দিকের ছবি 'মাঝি'-তে দশরথ মাঝির চরিত্রে দর্শকদের মনজয় করেছিলেন নওয়াজ।

5 / 9
'দ্য লাঞ্চবক্স'- একটা সাধারণ ভাবনাকে শুধু গল্পের মোড়কে আর নিখুঁত অভিনয়ে যে অসাধারণ বানানো যায়, এই ছবিতে তা করে দেখিয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং ইরফান খান।

'দ্য লাঞ্চবক্স'- একটা সাধারণ ভাবনাকে শুধু গল্পের মোড়কে আর নিখুঁত অভিনয়ে যে অসাধারণ বানানো যায়, এই ছবিতে তা করে দেখিয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং ইরফান খান।

6 / 9
রমন রাখব ২.০- এই ছবিতে রামান্নার চরিত্রে নওয়াজের অভিনয় দেখলে একবার হলে বুক কাঁপবে আপনার। পর্দায় এমন সাইকোপ্যাথ কিন্তু বহুদিন দেখা যায়নি।

রমন রাখব ২.০- এই ছবিতে রামান্নার চরিত্রে নওয়াজের অভিনয় দেখলে একবার হলে বুক কাঁপবে আপনার। পর্দায় এমন সাইকোপ্যাথ কিন্তু বহুদিন দেখা যায়নি।

7 / 9
সলমন খানের ভরপুর অ্যাকশনের সিনেমা 'কিক'। তবে হাজার তারকার ভিড়ে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন ভিলেনের চরিত্রে অভিনয় করা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

সলমন খানের ভরপুর অ্যাকশনের সিনেমা 'কিক'। তবে হাজার তারকার ভিড়ে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন ভিলেনের চরিত্রে অভিনয় করা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

8 / 9
'মান্টো' ছবিতে সাদাত হাসান মান্টোর চরিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয় এবং তাঁর অসামান্য লুক, দীর্ঘদিন মনে রাখবে দর্শকমহল।

'মান্টো' ছবিতে সাদাত হাসান মান্টোর চরিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয় এবং তাঁর অসামান্য লুক, দীর্ঘদিন মনে রাখবে দর্শকমহল।

9 / 9