Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir-Alia-Neetu: নিখুঁত পারিবারিক ছবি ভাগ করে নিলেন নিতু কাপুর

Ranbir-Alia-Neetu: ঋদ্ধিমা ছবির সঙ্গে হার্ট ইমোজি দিয়ে ক্যাপশন দেন, ‘ফ্যামেলি, মিসড মাই ড্যাড সো মাচ’।

Ranbir-Alia-Neetu: নিখুঁত পারিবারিক ছবি ভাগ করে নিলেন নিতু কাপুর
পারিবারিক ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 4:09 AM

বৃহস্পতিবার মধ্যাহ্নে বিয়ে করেন রালিয়া। বিয়ের পর পুরো পরিবারের সঙ্গে ছবি তোলেন নব দম্পতি আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুর (Ranbir Kapoor) । নিতু কাপুর (Neetu Kapoor) সেই ছবি তাঁর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘মাই ফ্যামেলি’। (আমার পরিবার)। সেই ছবিতে রণবীর-আলিয়ার সঙ্গে ছিলেন নিতু নিজে, আলিয়ার মা সোনি রাজদান, বাবা মহেশ ভাট, বোন শাহিন ভাট, ছিলেন রণবীরে বোন ঋদ্ধিমা কাপুর সাহানি এবং তাঁর স্বামী ভরত সাহানি।

শুধু নিতুই নন, রণবীরের বোন ঋদ্ধিমা, আলিয়ার দাদা রাহুল ভাটও এই পারিবারিক ছবি তাঁদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। ঋদ্ধিমা ছবির সঙ্গে হার্ট ইমোজি দিয়ে ক্যাপশন দেন, ‘ফ্যামেলি, মিসড মাই ড্যাড সো মাচ’। ( পরিবার, বাবাকে খুব মিস করছি)

রাহুল ভাটের পোস্ট করা ছবিতে রণবীর, আলিয়ার সঙ্গে রয়েছেন ভাট পরিবার। আলিয়ার ৯০ বছরের দাদু, বাবা মহেশ ভাট, মা সোনি রাজদান, পুজা ভাট, রাহুল নিজে, বোন শাহিন ভাট সহ রয়েছেন করণ জোহর এবং অয়ন মুখোপাধ্যায়। রাহুল লিখেছেন, ‘অল ইন দ্য ফ্যামেলি’। (পরিবারের সকলে)

বৃহস্পতিবার কাপুরদের বাস্তু হাউজে বিয়ে করেন রালিয়া। তাঁদের বিয়ের ছবি ওটিটি প্ল্যাটর্ফমে বিক্রি করেছেন তাঁরা। সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাকে সেজেছিলেন নব দম্পতি। ১৩ এপ্রিল মেহেন্দি দিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। করিশ্মা কাপুর প্রথম মেহেন্দির ছবি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়াতে। বিয়ের পর নব দম্পতি পরিবারের সকলের সঙ্গে শ্যাম্পেনে চুমুক দেন, ছিল তিন তলার কেক। দু’জনের প্রেমময় নানা ছবি পরিবারের লোকজন আস্তে আস্তে নিজেদের সোশ্যাল মিডিয়াতে ভাগ করছেন।

আরও পড়ুন-Yash-KGF – Chapter 2:  একের পর এক ইতিহাস সৃষ্টি করছে ‘কেজিএফ-২’

আরও পড়ুন-Vivek Agnihotri-The Delhi Files:  দিল্লির কোন ঘটনা এবার বিবেকের ছবির বিষয় হতে চলেছে?

আরও পড়ুন-Abhishek Bachchan-Dasvi:  অভিষেক বচ্চনকে দেখে অনুপ্রাণিত জেলবন্দিরা কী করলেন?