AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরপর ২ বার অন্তঃসত্ত্বা, শরীরে বড় বদল আনলেন নেহা ধুপিয়া

Neha Dhupia: শরীরে বাড়তে থাকা মেদই কি, কাল হয়ে দাঁড়ায় তাঁর জন্য? এবার এক ধাক্কায় ২৩ কেজি ওজন কমিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নয়া লুক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। 

পরপর ২ বার অন্তঃসত্ত্বা, শরীরে বড় বদল আনলেন নেহা ধুপিয়া
| Updated on: Jul 05, 2024 | 6:16 PM
Share

নেহা ধুপিয়া, পর্দায় একটা সময় যিনি জিরো ফিগারে ঝড় তুলেছিলেন, তিনিই গত কয়েকবছরে বেশ খানিকটা বদলে যান। তিনি এখন দুই সন্তানের মা। নিজের ফিগার ধরে রাখার থেকেও তাঁর কাছে যেখানে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল মায়ের ভূমিকা। সন্তানদের মুখ চেয়ে তিনি এমন কোনও পদক্ষেপ নিতে চাননি, যা তাঁর শরীরে অন্য কোনও প্রভাব ফেলে। যদিও ততদিনে শরীরে মেদ পাল্টে দিয়েছিল তাঁর চেনা ছবি। নেহা ধুপিয়াকে নিয়ে সকলের মনে যে ইমেজ ছিল, তা কোথাও গিয়ে খানিকটা পাল্টে যায়। তার ফলে কাজ পেতে বেজায় সমস্যা অভিনেত্রীর? শরীরে বাড়তে থাকা মেদই কি, কাল হয়ে দাঁড়ায় তাঁর জন্য? এবার এক ধাক্কায় ২৩ কেজি ওজন কমিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নয়া লুক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

নেহার কথায়, ‘আমার মেয়ে জন্মের পর লকডাউন শুরু হয়ে গেল। সাধারণত আমরা বাড়িতে থাকলে ডায়েট করে শরীরের ওজন কমিয়ে থাকি। আমিও তাই করেছিলাম। কিন্তু তারপর আমি আবার অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। এটা ভয়ানক চার বছর ছিল, যেখানে আমি ওজন ঝরিয়েছি, বাড়িয়েছি। তবে আমি যখন অন্তঃসত্ত্বা ছিলাম, ভাবিনি, সন্তান জন্মের পর আমায় কেমন দেখতে লাগবে। তবে কেন সন্তান প্রসবের সঙ্গে সঙ্গেই তিনি নিজের ওজন কমাননি, সেই প্রসঙ্গে বলেন, আমি টানা একবছর আমার দুই সন্তানকেই স্তনপান করিয়েছিলাম। একবছর পর আমি ডায়েট ও শরীরচর্চা শুরু করি। মোট ২৩ কেজি ওজন আমি কমিয়ে ফেলি।’

পাশাপাশি তিনি এও বলেন, ‘আমি ঠিক যে পর্যায় যেতে চাইছি, সেই সঠিক ওজনটায় আমি পৌঁছতে পারিনি। তবে আমি আত্মবিশ্বাসী যে ভবিষ্যতে আমি ঠিক সেই জায়গায় পৌঁছে যাব। ওজন ঝরিয়ে তিনি বেজায় খুশি। কেরিয়ার প্রসঙ্গে বললেন, আমার সত্যি এখন খুব ভাল লাগে, বিশেষ করে এই পেশায় যেখানে শারীরিক গঠনটা জরুরী। তবে আমি সব সময় মাথায় রেখেছি, আমি আসলে কী। আমি লক্ষ্য করেছি, আগের থেকে এখন আমি অনেক বেশি কাজ পাচ্ছি।’