হিড় হিড় করে নেহাকে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই
হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ। হাউ হাউ করে কেঁদে ভাসাচ্ছেন নেহা কক্কর। তবে কি গায়িকার কেরিয়ারে ইতি? সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে চারিদিকে। নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে গায়িকার এমনই একটি ভিডিয়ো।
হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ। হাউ হাউ করে কেঁদে ভাসাচ্ছেন নেহা কক্কর। তবে কি গায়িকার কেরিয়ারে ইতি? সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে চারিদিকে। নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে গায়িকার এমনই একটি ভিডিয়ো। যে ভিডিয়োয় লেখা হয়েছে এই বিনিয়োগকারী প্ল্যাটফর্মের কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন গায়িকা। সত্যিই কি এমনটা ঘটেছে?
তারকাদের ছবি, ভিডিয়ো বিকৃত করার ঘটনা যদিও এই প্রথম নয়। এর আগেও অভিনেতা-অভিনেত্রীদের ছবি বা ভিডিয়োকে বিকৃত করা নিয়ে বিস্তর বিতর্কও তৈরি হয়েছে। পোশাক বিকৃত করা থেকে ছবি নিয়ে সম্পূর্ণ মনগড়া কিছু তৈরি করা। এমনও ঘটেছে। নেহার যে গ্রেফতারির ছবি সমাজমাধ্য়মের পাতায় ছড়িয়ে পড়েছে। তা সম্পূর্ণ ভুয়ো। যে ভিডিয়োটি চারিদিকে ছড়িয়ে পড়েছে তাতে একটি লিঙ্কও দেওয়া রয়েছে। যাতে ক্লিক করলেই খুলে যাবে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ওয়েবসাইট। যেখানে রয়েছে একটি প্রতিবেদন। যাতে লেখা, “নেহা কক্করের মুক্তির দাবিতে ভক্তদের প্রতিবাদ।”
তবে ভাল করে লক্ষ করলে বোঝা যাবে শুধু সেই ভিডিয়ো নয় সেই ওয়েবসাইটের ডোমেনটিও পুরো ভুয়ো। মানুষের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতেই এই ভুয়ো ডোমেন লিঙ্ক তৈরি করা হয়েছে। সেই সঙ্গে সেই ভুয়ো ওয়েবসাইটে কপিল শর্মা ও নেহা কক্করের এআই নির্মিত নকল সাক্ষাত্কারও দেওয়া হয়েছে। অন্য মহিলার শরীরে নেহার মুখ বসিয়ে তৈরি করা হয়েছে গ্রেফতারির ভিডিয়ো।