Nick Jonas-Priyanka Chopra : ‘প্রিয়াঙ্কা বিছানায় শুয়ে ওটা করলেই…!’ কোন বেডরুম সিক্রেট ফাঁস করলেন স্বামী নিক জোনাস?
Nick Jonas Shares Bedroom Secrete: ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর রোমান্স নিয়ে প্রশ্ন করতেই নিক জোনাস খুল্লমখুল্লা ফাঁস করে ফেললেন তাঁদের বেডরুমের নিয়ম কানুন।

প্রেমপর্ব থেকেই নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া একেবারেই বিন্দাস। তাঁদের সম্পর্ক নিয়ে কখনই কোনও রাখঢাক রাখেননি। তারপর বিয়ের পর তো হানিমুব থেকে রোজকার ভালবাসার পর্ব সোশাল মিডিয়ায় শেয়ার করে নিক ও প্রিয়াঙ্কা নিয়মিত। কিন্তু এবার নিক যা করলেন, তা শুনে হতবাক অনুরাগীরা!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর রোমান্স নিয়ে প্রশ্ন করতেই নিক জোনাস খুল্লমখুল্লা ফাঁস করে ফেললেন তাঁদের বেডরুমের নিয়ম কানুন। এমনকী, নিকের মুখে এমন কথা শুনে চমকে গিয়েছেন সাংবাদিকও।
তা এমন কী ফাঁস করলেন নিক জোনাস?
নিক বলেন, আমার সব কিছুই নিয়মে বাঁধা। কিন্তু প্রিয়াঙ্কা সেই নিয়ম রোজ ভেঙেই চলে। ড্রয়িং রুম থেকে শুরু করে বেডরুমে আমার বেশ কিছু নিয়ম রয়েছে। কীভাবে বসব, কোথায় বসব, কখন শোবো, কীভাবে শোবো সব নিয়ম রয়েছে আমার। নিক আরও বলেন, এই যেমন বিছানায় আমি একমাত্র শুতেই পছন্দ করি। বেডে বসে টিভি দেখা, বই পড়া একদম পছন্দ নয়। বরং তাঁর জন্য় আমার ঘরে অন্য আসবাব রয়েছে। কিন্তু প্রিয়াঙ্কা এসবে পাত্তা দেয় না।
বেডরুমের এসি ব্যাপারে কী বললেন নিক?
নিক বলেন, আমার ঘরে এসির মাত্রা সব সময় বাড়ানোই থাকে। আসলে আমার খুব গরম। নিজের শরীরকে গরম করতে অন্য কিছুর প্রয়োজনই হয় না।
বহু বছর প্রেম করার পর ২০১৮ সালের ডিসেম্বর মাসের ১ তারিখ রাজস্থানে জাঁকজমক বিয়ের অনুষ্ঠানে নিক জোনাসের গলায় মালা দেন প্রিয়াঙ্কা। ২০২২ সালে প্রিয়াঙ্কা ও নিকের সংসারে আসে নতুন সদস্য। কন্যা সন্তানের মা হন প্রিয়াঙ্কা। নাম দেন মালতী।
