পাকিস্তান থেকে এল বিয়ের প্রস্তাব, দেশ ছাড়ছেন রাখি?
Rakhi Sawant: কয়েকদিন আগে রাখি সাওয়ান্ত নিজেই জানিয়ে ছিলেন তিনি ফের বিয়ে করতে চলেছেন। এমনকী, রাখিসাওয়ান্ত জানিয়ে ছিলেন, তাঁর তৃতীয় স্বামী ভারতীয় নয়। বরং পাকিস্তানের পাত্রের সঙ্গেই বিয়ে সারবেন রাখি।

কয়েকদিন আগে রাখি সাওয়ান্ত নিজেই জানিয়ে ছিলেন তিনি ফের বিয়ে করতে চলেছেন। এমনকী, রাখিসাওয়ান্ত জানিয়ে ছিলেন, তাঁর তৃতীয় স্বামী ভারতীয় নয়। বরং পাকিস্তানের পাত্রের সঙ্গেই বিয়ে সারবেন রাখি। আর রাখির কথায়, সংসার পাতবেন দুবাইয়ে!
রাখি জানিয়ে ছিলেন পাকিস্তানের জনপ্রিয় পুলিশ অফিসার তথা অভিনেতা দোদি খানের গলাতেই মালা দেবেন তিনি। অন্যদিকে, দোদি খানও কিন্তু রাজি রাখিকে বিয়ে করতে। ঠিক এই সময়ই রাখির বিয়ের গল্পে এন্ট্রি নিল আরেক পাকিস্তানি পাত্র মুফতি কবি! সোশাল মিডিয়ায় স্পষ্ট মুফতি জানালেন, রাখিকে তাঁর দারুণ পছন্দ। রাখিকেই বিয়ে করবেন।
পাকিস্তানে খুবই জনপ্রিয় মুফতি কবি। বিশেষ করে বিতর্কিত কথা বলার জন্য গোটা পাকিস্তান জুড়ে চর্চায় থাকেন তিনি। উলটো দিকে রাখিও প্রায় একই রকম। বলিউডের তিনি তো ঠোঁটকাটা অভিনেত্রী। যখন, যা খুশি, যে কাউকে নিয়ে মন্তব্য করে ফেলেন রাখি। এই কারণেই নাকি রাখিকেই পছন্দ মুফতির।
মুফতি একটি পডকাস্টে বলেছেন, ”মায়ের সঙ্গে বিয়ে নিয়ে কথা বলছি। মা যদি রাজি থাকেন। তাহলে ঝটপট বিয়ে করতে চাই।”
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে, রাখি জানিয়ে ছিলেন, পাকিস্তান থেকে বহু বিয়ের প্রস্তাব পাচ্ছি। পাকিস্তানের অনেক যুবকই চাইছেন আমাকে বিয়ে করতে।
এখানেই শেষ করেননি রাখি। নামও জানিয়েছেন পাত্রের। রাখির পছন্দ করা পাত্রের নাম দোদি খান। যিনি পাকিস্তানের পুলিশ অফিসার ও একাধারে অভিনেতাও। রাখির কথায়, আমাদের বিয়ে হবে পাকিস্তানে। রিসেপশন হবে ভারতে। আর হানিমুন হবে নেদারল্যান্ডস বা সুইজারল্যান্ডে।
কয়েকমাস আগেই গুরুতর অসুস্থ হয়েছিলেন রাখি সাওয়ান্ত। জড়ায়ুতে টিউমার ধরা পড়েছিল তাঁর। হয়েছে অস্ত্রোপচারও। তবে এখন রাখি একেবারেই সুস্থ। সুস্থ হওয়ার পর থেকেই বিয়ের প্ল্যানিং শুরু করে দিয়েছেন রাখি।
বলিউডের আইটেম নাম্বার হিসেবেই জনপ্রিয় রাখি সাওয়ান্ত। বেশ কিছু ইন্দিপপ অ্যালবামেও কাজ করেছেন তিনি। তবে এই মুহূর্তে সোশাল মিডিয়ায় একেবারে সেনসেশন রাখি। তবে নিন্দুকরা মনে করছেন, খবরে থাকার জন্যই রাখির এমন বিয়ের ফাঁদ। আসলে রাখির এই বিয়েটাও ভুয়ো!





