গুনগুন মুখোপাধ্যায় এবং অনন্যা সেনগুপ্ত– অনস্ক্রিন তাঁদের প্রতিদ্বন্দ্বিতায় বুঁদ বাঙালির ড্রয়িংরুম। সৌজন্যকে পাওয়ার জন্য অনন্যা ওরফে তিন্নির নানা কৌশল, গুনগুনের অভিমান, সৌজন্যের কপট রাগ…টিআরপিতে হিট বিগত বেশ কয়েক মাস ধরেই। অনস্ক্রিন প্রতিদ্বন্দ্বী গুনগুন-তিন্নি। আর অফস্ক্রিন? বন্ধু নাকি দূরত্ব বজায় রেখেই চলেন তৃণা সাহা এবং রুকমা রায়?
আঁচ পাওয়া গেল তৃণার ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেখানে রুকমার সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেছেন পর্দার গুনগুন। ভিডিয়োতে দেখা যাচ্ছে আরমান মালিক এবং জোনিতা গান্ধীর গান ‘ফিল ইট রিল ইট’-এর সঙ্গে জমিয়ে নাচছেন তৃণা এবং রুকমা। তৃণা ক্যাপশনে লিখেছেন, “এটাই আমাদের অফস্ক্রিন কেমিস্ট্রি।” সঙ্গে হ্যাশট্যাগে #ফিল করব রিল করব। দু’জনেই রয়েছেন সিনেমার কস্টিউমে।
‘তিন্নি দিদি’ আর গুনগুনের এত ভাব দেখে বেশ মজাই পেয়েছেন ভক্তরা। একজন লিখেছেন, “অনস্ক্রিন এত চুলোচুলি অথচ অফস্ক্রিন এত ভাব!” আর একজনের বক্তব্য, “তোমাদের অভিনয় দেখলে বোঝাই যায় না, তোমরা এত ভাল বন্ধু।” আর এখানেই বোধহয় একজন অভিনেতার সার্থকতা, প্রতি সপ্তাহে টিআরপি উঁচুতে ধরে রাখার ‘ম্যাজিক’ লুকিয়ে।
গত ৪ ফেব্রুয়ারি দীর্ঘদিনের বন্ধু এবং প্রেমিক নীল ভট্টাচার্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তৃণা। ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়– নীল-তৃণার বিয়েতে তারার মেলা বসেছিল। অন্যদিকে রুকমা যদিও প্রেম একেবারেই সরব নন। টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে রুকমা বলেন, “সেটা ডিসক্লোজ করতে চাইছি না। কোনও সম্পর্কে রয়েছি কি না, সেটাও বলব না।”