৯) যাঁরা অস্কার প্রত্যাখ্যান করেছেন:
অস্কারের ইতিহাসে তিনজন এই সম্মান প্রত্যাখ্যান করেছেন। অস্কার প্রত্যাখ্যানকারী প্রথম ব্যক্তি হলেন ডুডলি নিকলস (Dudley Nichols), যিনি 'ইনফর্মার' (Informer) (১৯৩৫)-এর জন্য 'সেরা চিত্রনাট্য' বিভাগে অস্কার জিতেছিলেন। একাডেমি এবং রাইটার্স গিল্ডের মধ্যে চলান দ্বন্দ্বের কারণে তিনি একাডেমি পুরষ্কার প্রত্যাখ্যান করেছিলেন।
'প্যাটন' (Patton) সিনেমায় জর্জ সি স্কট (George C. Scott) অভিনীত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জেনারেলের নাটকীয় চিত্রায়নের জন্য সেরা অভিনেতার সম্মান প্রত্যাখ্যান করেছিলেন (১৯৭০)। অস্কারের সামগ্রিক অনুষ্ঠানকে তিনি "a two hour meat parade" বলে সম্বোধন করেছিলেন।
মারলন ব্র্যান্ডো (Marlon Brando) 'দ্য গডফাদার' (The Godfather)-এর জন্য সেরা অভিনেতা (১৯৭২) এর পুরষ্কার প্রত্যাখ্যান করেছিলেন। ব্র্যান্ডো জানিয়েছিলেন, আমেরিকা ও হলিউডের আদি আমেরিকানদের প্রতি বৈষম্যের কারণে তিনি এই পুরষ্কারটি প্রত্যাখ্যান করেছিলেন।