Gangubai Kathiawadi: এবার হাতের মুঠোয় গাঙ্গু-রাজ, ওটিটি-তে কবে মুক্তি পাচ্ছে ছবি
Alia Bhatt- ওটিটি-তে কি মুক্তি পেতে চলেছে গাঙ্গু, কোন প্ল্যাটফ্রেম সম্ভাব্য মুক্তির জল্পনা!

সূর্যবংশী ছবি মুক্তির পরই প্রথম সারিতে থাকা সাত প্রযোজনা সংস্থা একের পর এক ছবি মুক্তির দিন ঘোষণা করেছে, যার ফলে বর্তমানে সিংহভাগ ছবিই মুক্তি পাচ্ছে বড়পর্দায়। তারই মাঝে বেশ কিছু ছবি ওটিটি মুক্তির তালিকাতেও নাম লেখাচ্ছে, যার মধ্যে অন্যতম ঝড় তোলা ছবির তালিকাতে ছিল গেহরাইয়া, যদিও ছবি নিয়ে খুব একটা পজিটিভ মনোভাব প্রকাশ করেনি ভক্তমহল, তবে সেসব বর্তমানে অতীত, এখন বি-টাউনে কান পাতলেই একটাই নাম সামনে আচ্ছে, আর তা হল গাঙ্গুবাই কাথিওয়াড়ি। এই ছবির জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে, ইতিমধ্যেই তা বক্স অফিসে একশো কোটি তুলে এনেছে।
তবে সেই ছবি এবার মুক্তি পেতে চলেছে কি ওটিটি প্ল্যাটফর্মে, অনেকেই এই উত্তরের অপেক্ষায়। উত্তরটি ভক্তদের পক্ষেই, অর্থাৎ গাঙ্গুবাই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। প্রথমসারির এক সংবাদমাধ্যমকে ছবির ডিস্টিবিউটরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। সূত্র অনুযায়ী ছবির বক্স অফিস রিপোর্ট এতটাই ভালো, যে তা বর্তমানে আরও বেশ কিছুদিন রমরমিয়ে চলতে পারে। আর ঠিক সেই প্রসঙ্গেই এবার বেশ কিছুটা অপেক্ষার পালা।
View this post on Instagram
তবে সম্ভাব্য তা নেটফ্লিক্সেই মুক্তি পেতে চলেছে। ৮ সপ্তাহ পর অর্থাৎ টানা দুমাস ধরে এই ছবি বড় পর্দায় চলার পরই তা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। প্রথমটায় স্থির করা হয়েছিল ৪ সপ্তাহের পর, মুক্তি পাবে ওটিটি-তে ছবিটি, কিন্তু তা বড়পর্দায় ভালো ফলাফল করার ফলে নিঃসন্দেহে যে আরও কিছুদিন পর্দায় ঝড় তুলবে, তা নিশ্চিত, আর তার জন্যি এবার একমাস পিছিয়ে ভাবা হচ্ছে ওটিটি ফ্ল্যাটফর্মের মুক্তির দিন। তবে বর্তমানে বি-টাউনে একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া ভাট, হাতে বেশ কিছু প্রজেক্ট এখনও অধরা, বি-টাউনের অন্যতম ব্যস্ত অভিনেত্রীকে ঘিরে এখন টিনসেল টাউনে নয়া ঝড়। গাঙ্গু লুকে নিজেকে যেভাবে ফুঁটিয়ে তুলেছেন আলিয়া ভাট, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এই পরিস্থিতে কোথাও গিয়ে যেন ছবি ঘিরে ভক্তদের উত্তেজনার পারদও এক কথায় প্রমান করে সব চরিত্রের জন্যই পারফেক্ট আলিয়া ভাট।
আরও পড়ুন- Unknown Facts: পুরুষদের এই জিনিসটি ভীষণ পছন্দের আলিয়ার, রইল রণবীর-প্রেমিকার গোপন ফান্ডা
আরও পড়ুন- Alia Bhatt Birthday: জন্মদিনে আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’, একই অঙ্গে কত রূপ, ছকভাঙা উপহারে আলিয়া





