Gehraiyaan-Ananya Pandey: প্রমাণ করলেন অনন্যা, সমালোচকদের মুখে আজ কেবলই প্রশংসা

নেপোটিজ়ম নিয়ে যখন গোটা দেশে বিপুল আলোচনা। ঠিক সেই সময় অনন্যার দিকেও আড় চোখে তাকিয়েছিলেন অনেকে। তাঁর প্রতিভা নিয়ে উঠেছিল প্রশ্ন। 'গেহরাইয়াঁ'র সহ-অভিনেতা সিদ্ধান্ত চুর্তবেদীও মন্তব্য করেছিলেন।

Gehraiyaan-Ananya Pandey: প্রমাণ করলেন অনন্যা, সমালোচকদের মুখে আজ কেবলই প্রশংসা
অনন্যা পাণ্ডে।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2022 | 3:21 PM

১১ ফেব্রুয়ারি। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পায় ‘গেহরাইয়াঁ’। রোমাঞ্চের মোড়কে তৈরি একটি বলিউডি ছবি। মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘গেহরাইয়াঁ’। কেউ বলেছেন ভাল, কেউ বলেছেন আশাতীত ফল করতে পারেনি ছবি। অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, ধৈর্য কারওয়ার মতো তারকা। শাকুন বাত্রার পরিচালনায় মুক্তি পায় ছবিটি। ছবির অন্যতম প্রযোজক করণ জোহর। দীপিকা, সিদ্ধান্ত তো বটেই… ছবিতে আকর্ষণ কেড়েছেন অনন্যা পাণ্ডেও। চরিত্রের নাম টিয়া।

নেপোটিজ়ম নিয়ে যখন গোটা দেশে বিপুল আলোচনা। ঠিক সেই সময় অনন্যার দিকেও আড় চোখে তাকিয়েছিলেন অনেকে। তাঁর প্রতিভা নিয়ে উঠেছিল প্রশ্ন। ‘গেহরাইয়াঁ’র সহ-অভিনেতা সিদ্ধান্ত চুর্তবেদীও মন্তব্য করেছিলেন, যা নিয়ে হইচই পড়েছিল। সমালোচকরা হাততালি দিয়েছিলেন সেসব শুনে। সিদ্ধান্ত বলতে চেয়েছিলেন, ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে কেউ এসে নিজের যোগ্যতা প্রমাণ করলেই ‘স্টার কিড’দের সংগ্রাম শুরু হয়। সেই সিদ্ধান্তের বিপরীতেই কাজ করেছেন অনন্যা।

‘গেহরাইয়াঁ’ মুক্তি পাওয়ার পর অনন্যাকে নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছে। ছবি স্ট্রিম হওয়ার আগে দীপিকাও বলেছিলেন, অভিনেত্রীকে বাইরে থেকে দেখে সেরকম কিছু বোঝা যায় না। বোঝা যায় না তিনি কতখানি স্মার্ট। অন্য অভিনেতাদের ক্রমাগত পর্যবেক্ষণ করেন অনন্যা। তাঁর শেখার ইচ্ছে প্রবল।

সোশ্যাল মিডিয়ায় প্রশংসার রোল পড়েছে অনন্যার পারফরম্যান্সকে কেন্দ্র করে। সমালোচকদের মুখেও বাহবা। একজন লিখেছেন, “অত্যন্ত স্বাভাবিক অভিনয় করেছেন অনন্যা। অভিনয়ের মধ্যে সততা লক্ষ্য করলাম। অভিভূত হয়ে গিয়েছি।” অন্য একজন লিখেছেন, “আপনি অত্যন্ত ভাল। ছোট ছোট মুহূর্তের সূক্ষ্ম অভিনয়ে নজর কেড়েছেন।” অন্য এক সিনেমাপ্রেমীর বক্তব্য, “সত্যিই দারুণ। অনন্যার চরিত্রটি অপক্ক, মিষ্টি, যত্নবান, দয়ালু, আশাবাদী, একটু বোকা, একটু বিভ্রান্ত…”।

‘গেহরাইয়াঁ’ দেখে এক সমালোচকের বক্তব্য, “দীপিকা অনবদ্য, তা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু অনন্যা এক্কেবারে নতুন চমক। অসাধারণ পারফর্ম করেছেন অনন্যা।”

অনন্যা চাঙ্কি পাণ্ডের কন্যা। শাহরুখ খানের কন্যা সুহানা খানের প্রিয় বান্ধবীও। শাহরুখ তাঁকে নিজ কন্যা স্নেহে দেখেন। বলি অন্দরেই বড় হয়েছেন অনন্যা। মাদককাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ানের গ্রেফতারির সময় জেরা করা হয় অনন্যাকেও। গেহরাইয়াঁ’র পর সর্বভারতীয় ছবি ‘লাইগার’-এ অভিনয় করেছেন অনন্যা। সেই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা।

আরও পড়ুন: Kareena-Taimur-School Reopens: দীর্ঘ অপেক্ষার পর খুলল স্কুল, অন্যান্য বাচ্চাদের মতো গেল তৈমুরও, সঙ্গে মা করিনা

আরও পড়ুন: Bengali Film Awaiting: কার অপেক্ষায় মনমরা হয়ে বসে আছেন সায়ন্তনী? সোজা চলে গিয়েছেন ডুয়ার্সে

আরও পড়ুন: Ranbir-Alia: দিনের সেরা কাজ করেছে রণবীর, খুব কিউট!: আলিয়া ভাট