অনির্বাণ চক্রবর্তী। দর্শক মাঝে যিনি একেনবাবু নামেই পরিচিত। অভিনয়ের সঙ্গে যিনি যুক্ত বহুদিন ধরেই। তবে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে থাকার অন্যতম কারণই হল একেন্দ্র সেন। একেনবাবুর চরিত্রের জন্যই তিনি সকলেক কাছে পরিচিত। এরপর জটায়ুর চরিত্রেও সকলের নজর কেড়েছেন তিনি। তবে একেনবাবু চরিত্র কাছে তিনি কৃতজ্ঞ, বারে বারে সাক্ষাৎকারে তাঁকে একথা বলতে শোনা যায়। তাই ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড শোয়ের সন্ধ্যাটাও ব্যতিক্রম হল না। এদিন সন্ধ্যায় উপস্থিত ছিলেন অনির্বাণ চক্রবর্তী। পান বিশেষ জুরি সম্মান। তাঁর একেনবাবু চরিত্রটা জন্যই এই প্রাপ্তী। পুরস্কার পেয়ে এদিন হাসিমুখে অনিবার্ণ জানালেন এমন প্রয়াস তিনি আগে দেখেননি।
পুরস্কার হাতে নিয়ে একেনবাবু জানালেন, ‘খুব ভাল লাগছে, এই যে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড, একেনবাবুর জন্য এই সম্মান। দর্শক তো ভালবেসেছেনই, তাছাড়া এমন অ্যাওয়ার্ড যখনই পাওয়া যায়, তা একটা বুস্ট দেয়। এবং এই যে শোয়ের কম্বিনেশনটা, টিভি আর ওটিটি… আমরা দেখেছি ছবি ওটিটি মিলে, কখনও বা টিভি ও ছবি, কখনও আবার টিভি শুধু। কিন্তু এই কম্বিনেশনটা নতুন। এবং এটা প্রথম বছর হল। যে পরিমাণ লোকজন এসেছে, তাতে আমার মনে হয়, প্রথম বছরই এটা দর্শকদের কাছে গ্রহণ যোগ্যতা পেল।’
অনির্বাণ চক্রবর্তী ওটিটি থেকেই শুরু করেছিলেন একেনবাবুর সফর। মোট আটটি গল্প। তবে শেষ দুই গল্প মুক্তি পায় বড়পর্দায়। রাজস্থানে একেনবাবু দর্শকমাঝে ব্যপক জনপ্রিয়তা লাভ করে। এদিন সন্ধ্যায় তাই কেবল একেনবাবু হয়েই ধরা দিলেন সকলের প্রিয় অনির্বাণ চক্রবর্তী।
অনির্বাণ চক্রবর্তী। দর্শক মাঝে যিনি একেনবাবু নামেই পরিচিত। অভিনয়ের সঙ্গে যিনি যুক্ত বহুদিন ধরেই। তবে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে থাকার অন্যতম কারণই হল একেন্দ্র সেন। একেনবাবুর চরিত্রের জন্যই তিনি সকলেক কাছে পরিচিত। এরপর জটায়ুর চরিত্রেও সকলের নজর কেড়েছেন তিনি। তবে একেনবাবু চরিত্র কাছে তিনি কৃতজ্ঞ, বারে বারে সাক্ষাৎকারে তাঁকে একথা বলতে শোনা যায়। তাই ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড শোয়ের সন্ধ্যাটাও ব্যতিক্রম হল না। এদিন সন্ধ্যায় উপস্থিত ছিলেন অনির্বাণ চক্রবর্তী। পান বিশেষ জুরি সম্মান। তাঁর একেনবাবু চরিত্রটা জন্যই এই প্রাপ্তী। পুরস্কার পেয়ে এদিন হাসিমুখে অনিবার্ণ জানালেন এমন প্রয়াস তিনি আগে দেখেননি।
পুরস্কার হাতে নিয়ে একেনবাবু জানালেন, ‘খুব ভাল লাগছে, এই যে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড, একেনবাবুর জন্য এই সম্মান। দর্শক তো ভালবেসেছেনই, তাছাড়া এমন অ্যাওয়ার্ড যখনই পাওয়া যায়, তা একটা বুস্ট দেয়। এবং এই যে শোয়ের কম্বিনেশনটা, টিভি আর ওটিটি… আমরা দেখেছি ছবি ওটিটি মিলে, কখনও বা টিভি ও ছবি, কখনও আবার টিভি শুধু। কিন্তু এই কম্বিনেশনটা নতুন। এবং এটা প্রথম বছর হল। যে পরিমাণ লোকজন এসেছে, তাতে আমার মনে হয়, প্রথম বছরই এটা দর্শকদের কাছে গ্রহণ যোগ্যতা পেল।’
অনির্বাণ চক্রবর্তী ওটিটি থেকেই শুরু করেছিলেন একেনবাবুর সফর। মোট আটটি গল্প। তবে শেষ দুই গল্প মুক্তি পায় বড়পর্দায়। রাজস্থানে একেনবাবু দর্শকমাঝে ব্যপক জনপ্রিয়তা লাভ করে। এদিন সন্ধ্যায় তাই কেবল একেনবাবু হয়েই ধরা দিলেন সকলের প্রিয় অনির্বাণ চক্রবর্তী।