Jhulan Goswami Biopic: স্কুল পোশাকে আন্দুলের মাঠে ক্রিকেট খেলছেন অনুষ্কা, ফাঁস ছবি, ঝুলনের মতো দেখাচ্ছে?

Chakda Xpress: কোথায় কোথায় হয়েছে শুটিং? স্থানীয় সূত্র মারফৎ জানা যাচ্ছে, আন্দুল স্টেশন ও রাজবাড়ির মাঠি মূলত হয়েছে শুটিং।

Jhulan Goswami Biopic: স্কুল পোশাকে আন্দুলের মাঠে ক্রিকেট খেলছেন অনুষ্কা, ফাঁস ছবি, ঝুলনের মতো দেখাচ্ছে?
ঝুলনের মতো দেখাচ্ছে?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2022 | 8:02 AM

কিছুদিন আগেই ইডেনে মধ্যরাতে হয়ে গিয়েছিল এক ম্যাচ। যে ম্যাচের কান্ডারী ছিলেন অনুষ্কা শর্মা। না পাকাপাকি ভাবে ক্রিকেট খেলা তিনি শুরু করেননি। তবে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক বঙ্গকন্যা ঝুলন গোস্বামীর বায়োপিকে নামভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। আর সেই ছবিরই শুটিংয়ে এত টুকু ফাঁক রাখতে রাজি নন অনুষ্কা। যখন শহর ঘুমোচ্ছিল তখন ইডেনের বাইশ গজে শুটিং করছিলেন অভিনেত্রী। এবার চলে গেলেন হাওড়া আন্দুলে। স্কুল পোশাকে নেমে পড়লেন মাঠে, খেললেন ক্রিকেট, ছবিও ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। ওই ছবির কোনও এক দৃশ্যের শুটিংই যে চলছিল তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।

কোথায় কোথায় হয়েছে শুটিং? স্থানীয় সূত্র মারফৎ জানা যাচ্ছে, আন্দুল স্টেশন ও রাজবাড়ির মাঠি মূলত হয়েছে শুটিং। ক্রিকেট খেলার যে ছবি ভাইরাল হয়েছে তা আদপে আন্দুল রাজবাড়ির মাঠ। অনুষ্কা যে আন্দুলে গিয়েছে সে কথা রটে গিয়েছিল মুহূর্তেই। ফলত বাড়ছিল ভিড়ও। পুলিশ ও প্রশাসনের তরফে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা। ঝুলনের ভূমিকায় অনুষ্কা অভিনয় করবেন, এ কথা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছিল একগুচ্ছ ট্রোলিং। অনেকেই বলেছিলেন, তাঁকে মোটেও ঝুলনের মতো দেখতে লাগছে না। ঝুলন কৃষ্ণবর্ণা, অন্যদিকে অনুষ্কা তা নন, তাই কোনও ভাবেই দুই নারীর মুখের মিল হবে না বলেই মনে করছিলেন তাঁরা। কিন্তু অনুষ্কা শক্তিশালী অভিনেত্রী। অতীতেও বহুবার তাঁকে নারীকেন্দ্রিক চরিত্রে দেখা গিয়েছে। এবারেও অভিনয়ের জেরেই দর্শক মন তিনি জয় করবেন বলেই ধারণা করছেন তাঁর ভক্তরা।

সাম্প্রতিক অতীতে মহিলা ক্রিকেটার মিতালী রাজকে নিয়ে ছবি তৈরি করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। মুখ্য ভূমিকায় ছিলেন তাপসী পান্নু। কিন্তু সেই ছবি হিট হয়নি। সৃজিত টিভিনাইন বাংলাকে সে সময় বলেছিলেন, ঝুলনের বায়োপিক তিনি তৈরি করতে পারেননি বলে হাল্কা আক্ষেপ রয়েছে তাঁর। এই ছবির মেকিং কেমন হয় তা দেখতেই অপেক্ষায় সকলেই।