Helen: সব বাধা কাটিয়ে এক যুগ পর সেলুলয়েডে হেলেন, শুরু করলেন শুটিং
Helen: এক যুগ পর আবারও সেলুলয়েডে হেলেন। শুরু করলেন শুটিং। পরিচালক অভিনউ দেওর ওয়েব সিরিজ 'ব্রাউন ইন মুম্বই'য়ে রয়েছেন তিনি।
এক যুগ পর আবারও সেলুলয়েডে হেলেন। শুরু করলেন শুটিং। পরিচালক অভিনও দেওর ওয়েব সিরিজ ‘ব্রাউন ইন মুম্বই’য়ে রয়েছেন তিনি। ওই ছবিতে দেখা যাবে করিশ্মা কাপুরকেও। ওয়েব সিরিজে তাঁর চরিত্র এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তবে শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্রেই কামব্যাক করতে চলেছেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘হিরোইন’ ছবিতে। ওই ছবিতে আবার অভিনয় করেছিলেন করিশ্মা কাপুরের বোন করিনা কাপুর।
করিশ্মা ও হেলেনের এই শো’র শুট হওয়ার কথা ছিল গত বছরেই। কিন্তু গত বছরের শেষে ওমিক্রনের বাড়বাড়ন্তে তা স্থগিত হয়ে যায়। এরপর শুটিং স্থির হলেও সেখানেও বিপত্তি। করিশ্মা কাপুর কোভিডে আক্রান্ত হন। তিনি সুস্থ হওয়ার পর আবারও বিপর্যয়। পরিচালকের বাবা প্রয়াত হন। তবে এ সব বাধা কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে এই শো। করিশ্মাকে শেষ দেখা গিয়েছে ওয়েব শো ‘মেন্টালহুড’-এ। সঞ্জয় সুরি, দিনো মোরিয়ার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এ ছাড়াও ওই সিরিজে ছিলেন তিলোত্তমা সোম, শ্রুতি শেঠসহ অনেকেই।
ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন হেলেন। রঙিন জীবনে বারেবারেই জুড়েছে বিতর্ক। সেলিম খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সৎ ছেলে সলমনের সঙ্গেও তাঁর মধুর সম্পর্ক। আবারও কামব্যাক করছেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁর এই কামব্যাক দেখতে মুখিয়ে সকলেই।
আরও পড়ুন- Kareena Kapoor Khan: বিতৃষ্ণা উগরে সলমনকে ‘জঘন্য অভিনেতা’ বলেছিলেন করিনা, কী হয়েছিল এরপর?