Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kareena Kapoor Khan: বিতৃষ্ণা উগরে সলমনকে ‘জঘন্য অভিনেতা’ বলেছিলেন করিনা, কী হয়েছিল এরপর?

Kareena Kapoor Khan: তিনি খারাপ অভিনেতা ইত্যাদি নানা কথা বলেছিলেন এক সাক্ষাৎকারে। অন্যদিকে শাহরুখের প্রশংসা করেছিলেন রাখঢাক না করেই। কী হয়েছিল এরপর? কীই বা বলেছিলেন তিনি?

| Edited By: | Updated on: Apr 22, 2022 | 2:03 PM
সলমন খানের সঙ্গে করিনা কাপুর খানের সম্পর্ক খারাপ নয়। দুজনেই একসঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে। তবে জানেন কি কেরিয়ারের শুরুতে প্রকাশ্যেই সলমনকে তুলোধনা করেছিলেন করিনা কাপুর। সলমনকে পছন্দ করেন না, তিনি খারাপ অভিনেতা ইত্যাদি নানা কথা বলেছিলেন এক সাক্ষাৎকারে। অন্যদিকে শাহরুখের প্রশংসা করেছিলেন রাখঢাক না করেই। কী হয়েছিল এরপর? কীই বা বলেছিলেন তিনি?

সলমন খানের সঙ্গে করিনা কাপুর খানের সম্পর্ক খারাপ নয়। দুজনেই একসঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে। তবে জানেন কি কেরিয়ারের শুরুতে প্রকাশ্যেই সলমনকে তুলোধনা করেছিলেন করিনা কাপুর। সলমনকে পছন্দ করেন না, তিনি খারাপ অভিনেতা ইত্যাদি নানা কথা বলেছিলেন এক সাক্ষাৎকারে। অন্যদিকে শাহরুখের প্রশংসা করেছিলেন রাখঢাক না করেই। কী হয়েছিল এরপর? কীই বা বলেছিলেন তিনি?

1 / 6
সলমন সম্পর্কে করিনা সাফ বলেন, তিনি একেবারেই সলমন ভক্ত নন। বলেন সলমন নাকি খুব খারাপ অভিনেতা। যদিও আমির বা শাহরুখ সম্পর্কে একেবারে অন্য রকম রিপোর্ট কার্ড দিয়েছিলেন 'পু'।

সলমন সম্পর্কে করিনা সাফ বলেন, তিনি একেবারেই সলমন ভক্ত নন। বলেন সলমন নাকি খুব খারাপ অভিনেতা। যদিও আমির বা শাহরুখ সম্পর্কে একেবারে অন্য রকম রিপোর্ট কার্ড দিয়েছিলেন 'পু'।

2 / 6
আমির সম্পর্কে তাঁর বক্তব্য ছিল তিনি ভাল। 'হাম হ্যায় রাহি প্যায়ার কে', 'কয়ামত সে কয়ামত তাক'-এ আমিরকে বেশ পছন্দ হয়েছে তাঁর। শাহরুখের বলতে গিয়েই প্রশংসায় কার্যত ভেঙে পড়েন তিনি।

আমির সম্পর্কে তাঁর বক্তব্য ছিল তিনি ভাল। 'হাম হ্যায় রাহি প্যায়ার কে', 'কয়ামত সে কয়ামত তাক'-এ আমিরকে বেশ পছন্দ হয়েছে তাঁর। শাহরুখের বলতে গিয়েই প্রশংসায় কার্যত ভেঙে পড়েন তিনি।

3 / 6
তিনি বলেন, "আমি শাহরুখ খানের ভক্ত। আমি ওকে ভালবাসি ওর সম্পর্কে আমাকে জিজ্ঞাসা কোরো না। যদি আমি শুরু করি তবে বলা শেষ হবে না।" এখানেই না থেমে তিনি আরও যোগ করেন...

তিনি বলেন, "আমি শাহরুখ খানের ভক্ত। আমি ওকে ভালবাসি ওর সম্পর্কে আমাকে জিজ্ঞাসা কোরো না। যদি আমি শুরু করি তবে বলা শেষ হবে না।" এখানেই না থেমে তিনি আরও যোগ করেন...

4 / 6
করিনা বলেন, "বলিউডে অমিতাভ বচ্চন ও শাহরুখ খান এই দুইজন অভিনেতাকেই আমি শ্রদ্ধা করি। শাহরুখের মধ্যে এমন কিছু রয়েছে যাতে প্রতিটা মেয়েরই সাধ জাগে বাবা-মায়ের সঙ্গে তাঁর আলাপ করাবে।"

করিনা বলেন, "বলিউডে অমিতাভ বচ্চন ও শাহরুখ খান এই দুইজন অভিনেতাকেই আমি শ্রদ্ধা করি। শাহরুখের মধ্যে এমন কিছু রয়েছে যাতে প্রতিটা মেয়েরই সাধ জাগে বাবা-মায়ের সঙ্গে তাঁর আলাপ করাবে।"

5 / 6
করিনার এই কথা শুনে সলমন কোনও প্রতিক্রিয়া দেননি। তবে শোনা যায় ব্যাপারটা তিনি ভাল ভাবে নেননি মোটেও। তবে কখনওই জনসমক্ষে এ নিয়ে মুখ খোলেননি তিনি। মুখ খোলেননি শাহরুখও।

করিনার এই কথা শুনে সলমন কোনও প্রতিক্রিয়া দেননি। তবে শোনা যায় ব্যাপারটা তিনি ভাল ভাবে নেননি মোটেও। তবে কখনওই জনসমক্ষে এ নিয়ে মুখ খোলেননি তিনি। মুখ খোলেননি শাহরুখও।

6 / 6
Follow Us: