নিষ্ক্রিয় করবেন টাইম বোমা তারপর সবাইকে ‘চুনা’ লাগাবেন জিমি শেরগিল!

জিমি শেরগিল ‘মাচিজ়’, ‘এ ওয়েডনেসডে’, ‘স্পেশাল ছাব্বিস’ এবং ‘তানু ওয়েডস মানু’ মতো ছবিতে অভিনয়ের জন্য দর্শকদের নজর কেড়েছেন।

নিষ্ক্রিয় করবেন টাইম বোমা তারপর সবাইকে 'চুনা' লাগাবেন জিমি শেরগিল!
জিমি শেরগিল।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2021 | 1:58 PM

জিমির হাতে বন্দুক। তিনি ছুটছেন। দুষ্কৃতি শহরে লাগিয়ে রেখেছে টাইম বোমা। সময় শেষ হওয়ার আগে শহরবাসীকে বাঁচাতে হবে জিমিকে। ঠিক এই প্লটে গল্পে সাজানো  ডিজনি+হটস্টারের নতুন ক্রাইম থ্রিলার—‘কলার বম্ব’। পরের মাসে ৯ তারিখ থেকে ডিজনি+হটস্টার ভিআইপি এবং ডিজনি+হটস্টার প্রিমিয়ামে স্ট্রিমিং শুরু হতে চলেছে। মুখ্য ভূমিকায় রয়েছেন জিমি শেরগিল, যিনি ইতিমধ্যে ‘মাচিজ়’, ‘এ ওয়েডনেসডে’, ‘স্পেশাল ছাব্বিস’ এবং ‘তানু ওয়েডস মানু’ ছবিতে অভিনয়ের জন্য দর্শকদের নজর কেড়েছেন।

‘কলার বম্ব’ পরিচালনা করেছেন দ্যানেশ জো়টিং। জিমি ছাড়াও ছবিতে রয়েছেন আশা নেগি এবং রাজশ্রী দেশপান্ডে। ‘কলার বম্ব’ ছাড়াও আরও একটি ছবি নিয়ে প্রস্তুত জিমি শেরগিল। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত আর এক নতুন ছবি। আজকাল একটি সিরিজে একাধিক গল্প দেখানোর প্রক্রিয়াটি বেশ ভাল চলছে। আবার উল্টোদিকে মাল্টিমাস্টার কাস্টিং নিয়ে একাধিক ছবি রিলিজও হচ্ছে।

তেমনই এক ছবি মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। ‘চুনা’। ছবির  প্রথম পোস্টার লঞ্চ হয়েছে। যদিও ছবি মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।  অভিনেতা-অভিনেত্রীরা ছবির পোস্টারও শেয়ার করেছেন নিজেদের টাইমলাইনে। ‘চুনা’তে রয়েছেন জিমি শেরগিল, জ্ঞানেন্দ্র ত্রিপাঠি, অভিনেত্রী মনিকা পানওয়ার, নীহারিকা আইয়ার দত্ত, অতুল শ্রীবাস্তব, নমিত দাস, বিক্রম কোচর, চন্দন রায় এবং আশিম গুলাটিকে মুখ্য চরিত্রে দেখা যাবে।

আরও পড়ুন সৃজিতের ‘রে’ নিয়ে খুশি নন সত্যজিৎ পুত্র সন্দীপ রায়, বললেন, “কোনও পরামর্শ নেওয়া হয়নি…না দেখানো হয়েছে ফাইনাল ছবি”