Kajol: ২৯ বছরের প্রতিজ্ঞায় ছেদ, ৪৮-এ  এসে কাকে অনস্ক্রিন চুমু খেলেন কাজল?

Kajol: ৪৮-এ এসে কাজলের এই সাহসী পদক্ষেপ নিয়ে হচ্ছে চর্চা। কোন অভিনেতাকে চুমু খেলেন কাজল জানেন?

Kajol: ২৯ বছরের প্রতিজ্ঞায় ছেদ, ৪৮-এ  এসে কাকে অনস্ক্রিন চুমু খেলেন কাজল?
কাজলের চুম্বন!
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 2:41 PM

জানিয়েছিলেন অনস্ক্রিন চুমু খাবেন না কোনওদিন। সেই মতো ১৯৯৪ সালের পর থেকেই সিনেমায় কাজলের অন্তরঙ্গ চুম্বনের দৃশ্য কোনওদিন দেখাও যায়নি। তবে এবার সেই সঙ্কল্পে ছেদ পড়ল অভিনেত্রী কাজলের। ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এ সহ অভিনেতার সঙ্গে লিপলক করতে দেখা গেল তাঁকে। ঘটনায় হইহই অভিনেত্রীর ভক্তমহলে। ৪৮-এ এসে কাজলের এই সাহসী পদক্ষেপ নিয়ে হচ্ছে চর্চা। কোন অভিনেতাকে চুমু খেলেন কাজল জানেন?

হটস্টারে মুক্তিপ্রাপ্ত কাজলের ওই সিরিজে অভিনয় করেছেন বাংলার যিশু সেনগুপ্ত ও অ্যালি খান। সিরিজ জানাচ্ছে, দুই অভিনেতার সঙ্গেই ‘কিসিং সিন’ রয়েছে কাজলের। রয়েছে ঘনিষ্ঠ দৃশ্য। সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে ওই সিরিজটি স্ট্রিম শুরু করা মাত্রই ভাইরাল হয়েছে কাজল-যিশু ও কাজল-অ্যালির উষ্ণ চুম্বনের দৃশ্যগুলি। ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের মধ্যে। একদল করছেন প্রশংসা, অন্যদিকে আরও এক দল করছেন সমালোচনা। সমালোচনার হাতিয়ার কাজলের বয়স। ‘বুড়ো বয়সের ভীমরতি’ দাগিয়ে দিতেও পিছপা হচ্ছেন না কেউ কেউ।

তবে ভাববেন না, এটিই পর্দায় কাজলের প্রথম চুমু। ১৯৯৪ সালের আগেও কিন্তু অনস্ক্রিন দুই বার চুমু খেয়েছেন তিনি। তাঁর ডেবিউ ছবি ছিল ‘বেখুদি’। ওই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা কমল সাদনাহকে। ছবিতে তাঁর ও কাজলের চুম্বন নিয়ে চর্চা চলে আজও। এখানেই শেষ নয়, ১৯৯৪ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘ইয়ে দিললাগি’তে অভিনয় করেছিলেন কাজল। ওই ছবিতেও তাঁদের এক চুমুর দৃশ্য ছিল। এর পরেই সংকল্প করেন কাজল আর অনস্ক্রিন চুমু নয়। কিন্তু চরিত্রের প্রয়োজনে তা আর রাখা হল না। গত ১৪ জুলাই থেকে স্ট্রিম করছে সিরিজটি। দর্শকের প্রতিক্রিয়ায় ভালই। সিরিজটিতে কাজল ছাড়াও রয়েছে কুবরা সইর, সিবা ছাবড়া, আমির আলিসহ অনেকেই।