Relationship Inside: ‘জীবনের সব থেকে বড় আক্ষেপ…’, সামান্থাকে ফিরে পেতে চান নাগা?
South Gossip: নাগা চৈতন্যের সঙ্গে দাম্পত্য বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই সামান্থা প্রভু একের পর এক ব্যক্তি আক্রমণের শিকার হয়েছেন।

দীর্ঘ প্রণয় ও বিয়ের পর বিচ্ছেদ হয়েছে দক্ষিণী জনপ্রিয় জুটি সামান্থা ও নাগা চৈতন্যর। ২ অক্টোবর, ২০২১ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে সবার সামনে এ কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন নাগা ও সামান্থা দুজনেই। বিচ্ছেদের পর ভারতের বিভিন্ন ধর্মীয় স্থান ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। এরই মাঝে নাগার সঙ্গে সব রকম সামাজিক সম্পর্কেরও ইতি টানতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। প্রাক্তন স্বামী নাগার সঙ্গে একাধিক পোস্ট মুছে দিতেও দেখা গিয়েছিল তাঁকে। যদিও সম্পর্কের সুখের সময় শেষ করা পোস্টে সামান্থা লিখেছিলেন, “তুমি আমার, আমি তোমার। যাই বাধা আসুক না কেন, একসঙ্গে সেই বাধা দূর করব। হ্যাপি অ্যানিভার্সারি হাজব্যান্ড’। এরপর থেকেই সবটা পাল্টে যায়।
নাগা চৈতন্যের সঙ্গে দাম্পত্য বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই সামান্থা প্রভু একের পর এক ব্যক্তি আক্রমণের শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তি জীবন নিয়ে এতটাই কাটাছেঁড়া চলেছে যে এক বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। কখনও অন্য প্রেমের সম্পর্ক, কখনও বা গর্ভপাতের জল্পনা চলেছে তাঁকে ঘিরে।
তবে এখন সেই সম্পর্কে থাকা অভিমানের বরফ কি গলছে? সামান্থা অসুস্থ হতে নাগা চৈতন্যকে দেখা গিয়েছিল তাঁকে নিয়ে কথা বলতে। আরোগ্য কামনা করতে। এখানেই শেষ নয়, সামান্থা বর্তমানে কিনে ফেলেছেন তাঁদের বিয়ের আগের বাড়িটিও। এমনই অবস্থায় নাগা চৈতন্যকে তাঁর জীবনের আক্ষেপ নিয়ে প্রশ্ন করলে তিনি কী উত্তর দিলেন?
সামান্থাকে নিয়ে কোনও আক্ষেপ কাজ করছে না তো? একে বারেই নয়। নাগা সাফ জানিয়ে দিয়েছিলেন, তাঁর জীবেন কোনও আক্ষেপই নেই। প্রতিটা ধাপই শিক্ষার। এরপরও তাঁর থেকে জানতে চাওয়া হয়, যে তিনি সাধারণ জীবন নিয়ে কখনও কোনও কিন্তু প্রকাশ করেন কি না? নাগার কথায়, ‘এক দুটি ছবি রয়েছে, যা না করেই ভাল হতো, এটা মাঝে মধ্যে মনে হয়’।
২০১০-এ একসঙ্গে ‘ইয়ে মায়া চেসভ’-এ কাজ করতে গিয়ে নাকি একে অপরের প্রেমে পড়েন সামান্থা এবং নাগা। ২০১৭-র জানুয়ারিতে তাঁদের এনগেজমেন্ট হয়। ওই বছরই অক্টোবরে গোয়াতে বিয়ে করেন তাঁরা। তাঁদের বিচ্ছেদে মন ভেঙে গিয়েছিল বহু অনুরাগীর।





