AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nawazuddin Siddiqui: অনুরাগ কাশ্যপের জন্য সারারাত ঘুমোতে পারেননি নওয়াজ!

Nawazuddin Siddiqui: একজন শক্তিশালী পরিচালক ও অন্যজন শক্তিশালী অভিনেতা-- অনুরাগ কাশ্যপ ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। জানেন কি, কেরিয়ারের শুরুতে পরিচালক অনুরাগের জন্য সারারাত ঘুমোতে পারেননি নওয়াজ?

Nawazuddin Siddiqui: অনুরাগ কাশ্যপের জন্য সারারাত ঘুমোতে পারেননি নওয়াজ!
সারারাত ঘুমোতে পারেননি নওয়াজ!
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 6:24 PM
Share

 

একজন শক্তিশালী পরিচালক ও অন্যজন শক্তিশালী অভিনেতা– অনুরাগ কাশ্যপ ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। জানেন কি, কেরিয়ারের শুরুতে পরিচালক অনুরাগের জন্য সারারাত ঘুমোতে পারেননি নওয়াজ? কিন্তু কী এমন হয়েছিল? নওয়াজ জানান, তাঁর কেরিয়ার শুরুতে আচমকাই হলিউড সুপারস্টার অ্যাল প্যাচিনো ও রবার্ট ডি নিরোকে অনুকরণ করতে শুরু করেন তিনি। এমনকি ঘুমোতেনও তাঁদের মতো, মত নওয়াজের। ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর শুটের প্রথম দিন নিজেকে বলিউডের অ্যাল প্যাচিনো মনে করে হুবহু তাঁর মতো সেজে হাজির হয়েছিলেন অভিনেতা। তাঁর কথায়, “আমি পুরো অ্যাল প্যাচিনো সেজে হাজির হয়েছিলাম। ওর মতো কথাও বলতে শুরু করেছিলাম।” কিন্তু নওয়াজের এই রূপ দেখে মোটেও খুশি হননি পরিচালক অনুরাগ কাশ্যপ। তিনি যোগ করেন, “রাতের বেলা অনুরাগ আমায় ভীষণ বকাবকি করেন। আমায় বলেন, ‘ভীষণ অ্যাল প্যাচিনো হয়ে যাচ্ছ’। ওই কথা শুনে সারারাত ঘুমোতে পারিনি আমি। পরদিন সকাল বেলায় আর অ্যাল প্যাচিনো নয়, পুরো নওয়াজ হয়েই হাজির হয়েছিলাম আমি।”

সেদিনই নওয়াজ বুঝতে পেরেছিলেন কোনও ক্ষমতাবান ব্যক্তি ‘প্লে’ করা যায় না। তুমি যা, তাই যদি হও, তবেই তা স্ক্রিনে ফুটে উঠবে। এই মুহূর্তে নওয়াজ সু-অভিনেতা হিসেবে বলিউডে নাম করেছেন। যদিও তাঁর বিবাহিত জীবন বিগত বেশ কিছু মাস ধরে চর্চায়। প্রাইম ভিডিয়োর ‘টিকু ওয়েডস শেরু’তে দেখা যাচ্ছে তাঁকে। এ ছাড়াও সুধীর মিশ্রের ‘আফওয়া’তেও রয়েছেন তিনি।