AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ কুন্দ্রার সঙ্গে শার্লিনের ব্যক্তিগত ছবি কি ফোটোশপ? উঠছে প্রশ্ন

প্রসঙ্গত, এর আগে ২০২১-এর এপ্রিলে রাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন শার্লিন। লিখিত অভিযোগে শার্লিন জানান, ২০১৯-এর শুরুর দিকে নিজের বিজনেস ম্যানেজারের মাধ্যমে আলোচনার প্রস্তাব দেন।

রাজ কুন্দ্রার সঙ্গে শার্লিনের ব্যক্তিগত ছবি কি ফোটোশপ? উঠছে প্রশ্ন
শার্লিন এবং রাজ। ছবি: টুইটার থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Aug 13, 2021 | 12:52 PM
Share

পর্নকাণ্ডে উত্তাল বলিপাড়া। জেল হেফাজতে মূল অভিযুক্ত রাজ কুন্দ্রা। অন্যদিকে উঠে আসছে আরও নানা নাম। রাজ পর্নকাণ্ডে অভিযুক্ত হওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন মডেল শার্লিন চোপড়া। সম্প্রতি রাজের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি। নতুন করে চর্চাও শুরু হয়। শার্লিন দাবি করেন ছবিটি রাজের সঙ্গে তাঁর অ্যাপের প্রথম দিনের শুটে তোলা। যদিও ছবির এমন কিছু বৈশিষ্ট্য চোখে পড়েছে নেটিজেনদের একটা বড় অংশের, যাতে করে ওই ছবিটিকে ফোটোশপ বলেই মনে করছেন তাঁরা।

টুইটারে শার্লিনের টুইটে জানানই হয়, গত ২৯ মার্চ, ২০১৯-এ ওই ছবি তোলা হয়েছিল। তাঁর নিজস্ব অ্যাপ ‘দ্য শার্লিন চোপড়া অ্যাপ’-এর প্রথম দিনের শুটিংয়ে রাজের সঙ্গে নিজের ওই ছবি তুলেছিলেন তিনি। আর্মসপ্রাইম ওই শুট অ্যারেঞ্জ করেছিল। সেই প্রথম কোনও অ্যাপের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শার্লিন। তাই নতুন কাজ নিয়ে যথেষ্ট উত্তেজিত ছিলেন। কিন্তু নেটিজেনদের বেশিরভাগেরই অভিযোগ শার্লিনের পাশে আদপে রাজ নয় রয়েছে রাজের ‘মরফড’ মুখ। অর্থাৎ সেখানে অন্য কোনও ব্যক্তির ছবি ছিল। কেটে ফোটোশপের মাধ্যমে রাজের মুখ বসিয়ে দেওয়া হয়েছে। রাজের ছবির পাশে ‘ছায়া’ দেখা যাচ্ছে যা সাধারণত ফোটোশপের মাধ্যমে কোনও ছবি কেটে বসালে দেখা যায়। নেটিজেনদের একাংশের অভিযোগ শার্লিন ইচ্ছাকৃত ভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য এমনটা করেছেন।

প্রসঙ্গত, এর আগে ২০২১-এর এপ্রিলে রাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন শার্লিন। লিখিত অভিযোগে শার্লিন জানান, ২০১৯-এর শুরুর দিকে নিজের বিজনেস ম্যানেজারের মাধ্যমে আলোচনার প্রস্তাব দেন। ২৭ মার্চ, ২০১৯ রাজের সঙ্গে শার্লিন ব্যবসা সংক্রান্ত মিটিং করেন। এরপর টেক্সট মেসেজে তাঁদের মধ্যে বাদানুবাদ হয়। তার জেরে রাজ তাঁর বাড়ি চলে গিয়েছিলেন বলে অভিযোগ করেন শার্লিন। সে সময় শার্লিনের বাড়িতেই রাজ নাকি হঠাৎই তাঁকে চুম্বন করতে শুরু করেন। কিন্তু শার্লিন বাধা দেন বলে জানিয়েছেন।

শার্লিনের কথায়, “রাজের ওই আচরণ দেখে আমি ওঁর স্ত্রী শিল্পা শেট্টির সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চেয়েছিলাম। রাজ জানিয়েছিল ওদের সম্পর্ক কমপ্লিকেটেড। সে কারণেই বাড়িতে অধিকাংশ সময় নাকি স্ট্রেসে থাকত রাজ। আমি সমানে ওকে বলতে থাকি, এমন করো না। আমি ভয় পেয়েছিলাম। কোনওমতে দৌড়ে ওয়াশরুমে চলে যাই। রাজ বাড়ি থেকে না চলে যাওয়া পর্যন্ত ওয়াশরুমেই ছিলাম।” যদিও ছবিটি ফোটোশপ কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত নিজের বিবৃতি দেননি ওই মডেল-অভিনেত্রী।

আরও পড়ুন- আর্থিক প্রতারণা মামলায় শিল্পাকে নোটিস পুলিসের, আরও বিপাকে কুন্দ্রা পরিবার