Pathaan VS Tiger: শাহরুখকে ছাপিয়ে গেল সলমনের দর, ওটিটিতে কত কোটিতে বিক্রি হল ‘টাইগার ৩’

OTT Sale: ভক্তদের নজরে চুল চেরা বিচার থাকবে না তা কি হয়? না, সেই কারণেই এবার পাঠান ও টাইগারের বাজার দরে নজর সিনেপাড়ার।

Pathaan VS Tiger: শাহরুখকে ছাপিয়ে গেল সলমনের দর, ওটিটিতে কত কোটিতে বিক্রি হল 'টাইগার ৩'
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2023 | 9:25 AM

২০২৩ সাল, এক কথায় বলিউড বক্স অফিসে শাহরুখ-সলমনের বছর। একের পর এক ছবির খবরে বারে বারে চর্চার কেন্দ্রে জায়গা করে নিচ্ছেন এই দুই স্চার। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া প্রতিটা খবরের মাঝে সর্বাধিক যা নজর কাড়ে তা হল ছবির বক্স অফিস কালেকশন। ইতিমধ্যেই শাহরুখ খানের পাঠান ছবি বক্স অফিসে ১০০০ কোটি ছাড়িয়েছে। এবার পালা ভাইজানের। সলমন খান কি পারবে শাহরুখ খানকে টেক্কা দিতে। যদিও মুখোমুখি প্রতিযোগিতায় নামেনি এই দুই স্টার। বরং একে অন্যের পাশে দাঁড়িয়ে বলিউডের ভারসাম্য ফেরাতে মরিয়া তাঁরা।

তাই বলে ভক্তদের নজরে চুল চেরা বিচার থাকবে না তা কি হয়? না, সেই কারণেই এবার পাঠান ও টাইগারের বাজার দরে নজর সিনেপাড়ার। ওটিটিতে কত কোটিতে বিক্রি হয়েছিল পাঠান? গত এক বছর আগেই আমাজন প্রাইমে ১০০ কোটি টাকায় বিক্রি হয়ে গিয়েছে পাঠান ছবি। টাইগার ছবি সেই অঙ্ককে ছাপিয়ে গেল। একই প্ল্যাটফর্মে এবার তা বিক্রি হল ২০০ কোটি টাকায়। ফলে বোঝাই যাচ্ছে ভাইজান এই ক্ষেত্রে শাহরুখ খানকে বেশ অনেকটাই টপকে গিয়েছেন।

তবে এখন ছবি মুক্তির তালিকায় আগে রয়েছে কিসি কি ভাই কিসি কি জান। টাইগার থ্রি মুক্তিতে এখনও বেশ কিছুটা অপেক্ষার পালা। এখন চলছে টাইগার থ্রির শুটিং। পাঠান ছবি-তে দেখা মিলেছিল সলমন খানের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো ক্লিপিং। তবে কোনও জল্পনা কিংবা রাখঢাক নয়, ভক্তরা বারে বারে প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন, টাইগার না থাকলে পাঠান বাঁচত না। যার জেরে বেজায় খেপে উঠেছিল পাঠান ভক্তরা।

তাই এবার পালা বদলের পালা। টাইগারের কাছেও ফিরতে হবে পাঠানকে। কারণ দর্শকদের সামনেই সেই কথা দিয়েছিলেন খোদ শাহরুখ খান। ছবির সংলাপেই টাইগারকে বলতে শোনা যায় তাঁর প্রয়োজন পড়তে পারে পাঠানকে। পাঠান যেন তখন তৈরি থাকেন। পরিস্থিতি সামাল দিতে তাঁকে ঝাঁপিয়ে পড়তে হতে পারে। আর এবার সেই সিক্যুয়েন্সের পালা। সদ্য শাহরুখ খান করলেন টাইগার থ্রির শুটিং। এখন দেখার বক্স অফিস কালেকশনে পাঠান না টাইগার এগিয়ে থাকে।